সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

মাস্টাররোল নিয়োগ বিধি ২০২৫ । সরকারি অফিসে ২৪০ চল্লিশ দিন কাজ করলে বছর ধরা হবে?

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন (দপ্তর/খামার) সরকারি কাজে নিয়োজিত শ্রমিকদের নিয়োগ, কর্মনির্বাহ, ভাতাদি প্রভূতিসহ চাকরি ও কর্মনিয়ন্ত্রণ সংক্রান্ত “শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা”-২০১৮ অনুসারে প্রণয়ন হবে।

  • অনিয়মিত শ্রমিকের বয়স ১৮-৪৫ হতে হবে।
  • পঞ্চম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অগ্রধিকার প্রদান করা হবে।
  • নিয়মিত পদে কাজ করার জন্য অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা যাইবে না।
  • অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি সুবিধা দাবী করা যাবে না।
  • কমপক্ষে ৩ বছর নিয়োজিত থাকিতে হইবে।
  • ২৪০ দিন কাজ করিলে ০১ বৎসর কাজ করা বুঝাইবে।
  • ৬০ বছর পূর্ণ হলে চাকরির অবসান হবে।
  • নিয়োগ অবসান কালে প্রতি পূর্ণ বৎসর কার্যকালের জন্য ৩০ দিন হারে মজুরি পাওয়ার অধিকারী হইবেন।
  • ব্যাংক হিসাবে মাধ্যমে বেতন ভাতাদি সংক্রান্ত অর্থ প্রদান করা যাইবে।
  • ৮ ঘন্টা কর্মঘন্টা হবে এবং ৮ ঘন্টার কর্ম হইলে হারাহারি হারে হাজিরা পাইবেন।
  • নৈমিত্তিক ছুটি ১০ দিন ভোগ করবে।
  • প্রসবকালীন মহিলারা ৪ মাস মার্তৃত্বকালীন সুবিধা পাইবেন।

বিস্তারিত জানতে মাস্টাররোলে নিয়োগ বিধি দেখুন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

13 thoughts on “মাস্টাররোল নিয়োগ বিধি ২০২৫ । সরকারি অফিসে ২৪০ চল্লিশ দিন কাজ করলে বছর ধরা হবে?

  • পরবর্তীতে সরকারি হয়ে যাবে?

  • প্রকল্পের গুরুত্বের উপর নির্ভর করে।

  • পলিশ লাইনে নিয়োগ ছাড়া কি মাস্টাররোল এ ঢোকা জায় যদি অখানের অফিসার রা চায়

  • পলিশ লাইনে নিয়োগ ছাড়া কি মাস্টাররোল এ ঢোকা জায় যদি অখানের অফিসার রা চায়

  • পুলিশ লাইনে নিয়োগ ছাড়া কি মাস্টাররোল এ ঢোকা জায় যদি অখানের অফিসার রা চায়

  • অভ্যন্তরীণ সার্কুলার হতে হবে।

  • পুলিশ লাইনে নিয়োগ ছাড়া কি অফিসার রা মাস্টাররোলে জোগদান করাতে পারবে?

  • তা কি করে হয়। ওটা তো দৈনিক ভিত্তিক হয়ে গেল।

  • সরকারি চাকরি ঢোকার পরে বেতনের পাশাপাশি কিছু আনুষাঙ্গিক ভাতা থাকে সেই গুলো ভাতা কি মাস্টার রোল পদে দেয়? নাকি শুধু স্থায়ী হওয়ার পর এই ভাতা গুলো পাওয়া যায় ??

  • সেনাবাহিনীতে বেসামরিকে মাষ্টার রোল থেকে কি চাকরি পার্মানেন্ট করা হয়? পার্মানেন্ট হতে কতদিন লাগে?
    পার্মানেন্ট প্রক্রিয়া টা কি?

  • হয়। কর্তৃপক্ষ চাইলে হয়। নির্ধারিত সময় সীমা নেই।

  • আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোল এ কাজ করতাম, মামলা জনিত কারনে অব্যাহতি দেয়, পরে বাদী অভিযোগ প্রত্যাহার করে নেয়। আমি কি রিট করতে পারবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *