মূল পদের গ্রেড অনুযায়ী হাওড় ভাতা প্রদানের নির্দেশ।
গ্রেড বলতে মূল (স্থায়ী) পদের গ্রেড অথবা টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রাপ্ত পদের গ্রেড কিনা সে বিষয়ে বিভিন্ন দপ্তরে অষ্পষ্টতা পরিলক্ষিত হয়েছে। এক্ষেত্রে গ্রেড বলতে মূল (স্থায়ী) পদের গ্রেডকেই বুঝানো হয়েছে মর্মে জানানো যাচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
www.cga.gov.bd
স্মারক নং-০৭.০৩.০০০০.০০৯.৫০.১৩৩.৬৭; তারিখ: ২৫/০৬/২০২০
অফিস আদেশ
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, প্রবিধি অনুবিভাগ এর ০৫/০৫/২০১৯ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭৩.৪১.০২৭.১৫.৪৮ নং প্রজ্ঞাপনে ১৬ (ষোল)টি উপজেলায় কর্মরত কর্মচারীগণকে মাসিক হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানে সরকারী সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। উক্ত প্রজ্ঞাপনে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড ভিত্তিক ভাতার পরিমাণ নির্ধারিত হয়েছে। গ্রেড বলতে মূল (স্থায়ী) পদের গ্রেড অথবা টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রাপ্ত পদের গ্রেড কিনা সে বিষয়ে বিভিন্ন দপ্তরে অষ্পষ্টতা পরিলক্ষিত হয়েছে। এক্ষেত্রে গ্রেড বলতে মূল (স্থায়ী) পদের গ্রেডকেই বুঝানো হয়েছে মর্মে জানানো যাচ্ছে।
এমতাবস্থায়, অর্থ মন্ত্রণালয়ের ০৫/০৫/২০১৯ খ্রি: তারিখের ৪৮ নং প্রজ্ঞাপনে মূল পদের গ্রেড অনুযায়ী প্রাপ্য ভাতা পরিশোধের জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো।
(কামরুন্নেছা)
উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)
ফোন: ৯৩৫৬৫০১
মূল পদের গ্রেড অনুযায়ী হাওড় ভাতা প্রদানের নির্দেশ: ডাউনলোড