টাইম স্কেল/সিলেকশন পেলেও নিয়োগকৃত মূল পদের গ্রেড পরিবর্তন হয় না। তাই একাদশ গ্রেডের নন-গেজেটেড কর্মচারী টাইম স্কেল/সিলেকশন পেয়ে সপ্তম গ্রেডে বেতন পেলেও যাতায়াত ও টিফিন ভাতা পাবেন।
- সাধারণত টিফিন ও যাতায়াত ভাতা ১১-২০ নং গ্রেডে চাকরিরত কর্মচারীদের প্রদান করা হয়
- আমরা অনেকেই ভেবে থাকি ১০ গ্রেডে গেলে আর যাতায়াত ভাতা ও টিফিন ভাতা প্রাপ্য হবেন।
- উচ্চতর স্কেল পেয়ে উচ্চতর স্কেলে গেলে যাতায়াত বা টিফিন ভাতা পাবেন না এমন নয়।
এ সংক্রান্ত একটি পরিপত্র নিচে তুলে ধরা হলো:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন-১ অধিশাখা।
নং-০৭.০০.০০০০.১৬১.০০.০১৩.১৭-৩২৪ তারিখ: ২/০৯/২০১৮
পরিপত্র
বিষয়: চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ২১ টিফিন ভাতা স্পষ্টীকরণ।
চাকরি (বেতন ভাতাদি) আদেশ ২০১৫ এর অনুচ্ছেদ ২১ এ উল্লিখিত “১১ হইতে ২০ নং গ্রেডের কর্মচারীগণ” বলতে ১১ হইতে ২০ নং গ্রেডের Substantive পদধারীগণকে বুঝাইবে”।
(শরিফ মোঃ মাসুদ)
উপ সচিব
ফোন: ৯৫৫০৭৮১
কর্মচারী উচ্চতর স্কেল পেয়ে ৯ম গ্রেডে বেতন পেলেও যাতায়াত ও টিফিন ভাতা পাবেন: ডাউনলোড
প্রশ্নোত্তর:
- প্রশ্ন: Substantive পদ বলতে কি বুঝানো হয়েছে?
- উত্তর: substantive এর অর্থ – স্বতন্ত্র, প্রকৃত, প্রচুরপরিমাণ, বাস্তব, অনধীন, অস্তিত্বব্যজ্ঞ্জক, বিশেষ্য পদ কে বোঝানো হয়েছে।
চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ২১ এ টিফিন ভাতা স্পষ্টীকরণ।Clarification of Tiffin Allowance in Article 28 of the Job (Salary and Wages) Order, 20. Tiffin Vata
এ সংক্রান্ত একটি নজীর দেখে নিতে পারেন যেখানে এক ব্যক্তির আপীল অনুযায়ী অর্থ মন্ত্রনালয় তার প্রাপ্য অধিকার টিফিন ভাতা ফিরিয়ে দেওয়া হয়েছে: ডাউনলোড
নুন্যতম কত বেতন হলে Leaveries ভাতা হবেন?
আমার বেতন গ্রেড- ১৬, মূল বেতন ১৫,৯৬০/-
Leaveries এর বকেয়া বিল করা যায় কিনা?
করা যায়। বকেয়া নিয়ে নিন। আর পাবেন না পরবর্তীতে এখন আদেশ হইছে ১৭-২০ গ্রেডগণ পাবেন।