সরকারি কর্মচারীগণ প্রায় ১৮ রকমের ছুটি ভোগ করে থাকেন-Govt. Leave Not Debit 2025
এসব ছুটির মধ্যে কিছু কিছু ছুটি জমা হতে থাকে। চাকরি শেষে অর্জিত ছুটি গড় বেতনে ও অর্ধ গড় বেতনে মিলে প্রায় ৫ বছর পর্যন্ত জমা হয়ে যায়। এসব ছুটি চাকরিকালে কাটালে জমাকৃত ছুটি হতে বিয়োগ করা হয়। তবে কিছু ছুটি সার্ভিস বুকে এন্ট্রি হলেও সেগুলো জমাকৃত ছুটি হতে বিয়োগ হয় না।
বাংলাদেশ সার্ভিস রুলস, প্রথম খণ্ডের বিধি অনুযায়ী নিম্নবর্ণিত ছুটিসমূহ ছুটি হিসাব হইতে ডেবিট হয় না
১। প্রসূতি ছুটি (বিধি-১৯৭] ।
২। অধ্যয়ন ছুটি (বিধি-১৯৪]।
৩। অক্ষমতাজনিত বিশেষ ছুটি (বিধি-১৯২ এবং বিধি-১৯৩]
৪। সঙ্গনিরােধ ছুটি (বিধি-১৯৬]।
৫। চিকিৎসালয় ছুটি [বিধি-১৯৮ হইতে বিধি-২০১ পর্যন্ত]
৬। বিশেষ অসুস্থতাজনিত ছুটি (বিধি-২০২)।
বি:দ্র: ইহা ব্যতীত ১। সরকারী সাধারণ ছুটি ২। নির্বাহী আদেশে ছুটি ৩। ঐচ্ছিক ছুটি। এগুলো সার্ভিস বুকে এন্ট্রি হয় না এবং কোন প্রকার ছুটির হিসাব হতে বিয়োগ হয় না।
অর্জিত ছুটি: গড় বেতনে এবং অর্ধ গড় বেতনে ছুটি কিভাবে জমা হয়?
সরকারি কর্মচারী ছুটি বিধিমালা অনুসারে একজন স্থায়ী পদে কর্মরত কর্মচারীর প্রতি ১১ দিনে ১ দিন পূর্ণগড় বেতনে এবং ১২ দিনে একদিন অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি তার হিসাবে জমা হয়।
ছুটি নিয়ে বিস্তারিত জানুন পিডিএফ
পূর্ণগড় এবং অর্ধগড় বেতনে ছুটি এই বিষয় গুলো একটু ক্লিয়ার কের বলবেন প্লিজ (এক কথায় অর্জিত ছুটির পুরো বিষয়টি জানা দরকার)
এখানে দেখুন https://bdservicerules.info/rules-for-earn-leave/