যোগানদার বিলে TDS এবং VAT কর্তনের হার ও নিয়মাবলী ২০২২
আয়কর আইনে যােগানদারের সুনির্দিষ্ট কোন সংজ্ঞা দেওয়া না থাকলেও “চুক্তি সম্পাদন, পণ্য সরবরাহ, উৎপাদন, প্রক্রিয়াকরণ, রুপান্তর, প্রিন্টিং, প্যকেজিং ও বাইন্ডিং” কাজের জন্য নিন্মলিখিত হারে উৎসে আয়কর কর্তন করতে বলা হয়েছে।
অপরদিকে, ভ্যাট আইনে যােগানদারের সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া আছে। কেউ যােগানদার হিসাবে সেবা দিতে চাইলে তাকে অবশ্যই যােগানদার (সেবার কোড S০৩৭) হিসাবে ভ্যাট নিবন্ধিত হতে হবে। এছাড়াও উৎপাদনকারী এবং যে সকল সেবার সুনির্দিষ্ট সংজ্ঞা আছে সেসব সেবাদানকারী ব্যতিত অন্য সবাই এমনকি ট্রেডারও কোন উৎসে মুসক কর্তনকারী সত্ত্বার কাছে পণ্য/সেবা সরবরাহ করলে। যােগানদার হিসাবে বিবেচিত হবে এবং নিন্মলিখিত হারে উৎসে ভ্যাট কর্তন করতে বলা হয়েছেঃ
- উৎসে আয়কর (TDS) এবং উৎসে মূসক (VDS) কর্তনের হার সমুহঃ ( বিবরণ
- বেইজ এ্যমাউন্ট ৫০ লাখ টাকার কম হলে ৩% TDS
- বেইজ এ্যমাউন্ট ৫০ লাখ টাকার বেশি কিন্তু ২ কোটি টাকার কম হলে ৫% TDS
- বেইজ এ্যমাউন্ট ২ কোটি টাকার বেশি হলে ৭% TDS
তবে, নিন্মলিখিত ক্ষেত্রে উৎসে কর্তনের হার ভিন্ন হবে
- ট্রেডারের কাছে ট্রেডিং পণ্য সরবরাহের ক্ষেত্রে ৫% TDS
- উৎপাদনকারীর কাছে শিল্পের কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে ৪% TDS
বিশেষ দ্রষ্টব্য হচ্ছে—
- সরবরাহকারী ট্যাক্স রিটার্ন দাখিলের কাগজ দিতে না পেরলে TDS হার ৫০% বৃদ্ধি পাবে
- সরবরাহকারী ব্যাংকিং চ্যানেলে টাকা নিতে না পারলে TDS হার ৫০% বৃদ্ধি পাবে।
- বেইজ এ্যমাউন্ট হল চুক্তি মূল্য ইনভয়েস মূল্য এবং বিল পরিশােধের মধ্যে যেটি বড়।
- ভ্যাটের ক্ষেত্রে কোন বেইজ এ্যমাউন্ট নেই।
যাঁহারা উৎসে কর্তনকারী সত্তা বিবেচিত হবেঃ সরকারী, আধা-সরকারী, সরকারী মালকানাধীন প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অনুমােদন প্রাপ্ত প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও আয়কর আইন মােতাবেক উপরােক্ত প্রতিষ্ঠানগুলাে ছাড়াও অংশীদারি ফার্ম, জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান, সমবায় ব্যাংক, স্কুল, ইন্সিটিউশন, হাস্পাতাল, ক্লিনিক, ট্রাষ্ট/ফান্ড, এসােসিয়েশন, পিপিপি, বিদেশি ফার্ম ইত্যাদি।
খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যসম্বলিত ওয়েবপেইজ। ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ