বিকেকেবি শিক্ষা বৃত্তি তথ্য যাাচাই ২০২৩ । সকল বিষয়ে পাশকৃতদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে
সরকারি কর্মচারীগণ মাসিক এক সন্তানের জন্য ৫০০ টাকা দুই সন্তানের জন্য ১০০০ টাকা শিক্ষা সহায়ক ভাতা পেয়ে থাকেন। এছাড়াও ষষ্ঠ শ্রেণী হতে শিক্ষা বৃত্তির আবেদন করে বছরে ২৪০০-৬০০০ টাকা পেয়ে থাকেন-বিকেকেবি শিক্ষা বৃত্তি তথ্য যাাচাই ২০২৩
বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ড শিক্ষাবৃত্তির হার কত? ৯ম ও ১০ম শ্রেণি বা সমমানের জন্য প্রতি মাসে ২০০/- টাকা। সে হিসেবে বার্ষিক ২৪০০ টাকা। একাদশ ও দ্বাদশ বা সমমানের শ্রেণির জন্য প্রতি মাসে ৩০০/- টাকা। সে হিসেবে বার্ষিক ৩৬০০ টাকা। স্মাতক বা সমমানের জন্য প্রতি মাসে ৪০০/- টাকা। সে হিসেবে বার্ষিক ৪৮০০ টাকা। স্মাতকোত্তর বা সমমানের জন্য প্রতি মাসে ৫০০/- টাকা। সে হিসেবে বার্ষিক ৬০০০ টাকা।
শিক্ষা বৃত্তি কবে দেওয়া হবে? আগামী জুন মাসের মধ্যেই বিকেকেবি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। যাচাই বাছাই চলছে-আবেদনপত্র ও ডাটা সমূহ বিশ্লেষণ শেষে সভা বসবে। সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা বৃত্তি কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটি’র মাধ্যমে অর্থ প্রেরণ করা হবে।
যারা অনলাইনে http://eservice.bkkb.gov.bd তে শিক্ষা বৃত্তির জন্য আবেদন করেছিলেন তাদের ব্যাংক ট্রান্সফাররের মাধ্যমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড অর্থ প্রদান করা শুরে করেছে।
- আবেদন করতে হয় বছরের শুরুর দিকে।
- অনলাইনে আবেদন করতে হয়।
- ষষ্ঠ শ্রেণী তে পড়ুয়া সন্তানেরা পেয়ে থাকেন।
- বছরের শেষের দিকে এ অর্থ পাওয়া যায়।
- মোবাইল ফোনের এসএমএস চেক করুন অথবা ব্যাংকে যোগাযোগ করুন।
- GPF Calculation by AG Office 2025 । এজি অফিস যে সূত্রগুলো ব্যবহার করে জিপিএফ মুনাফা নির্ণয় করে?
- Bank Officer Loan Ceiling 2025 । ব্যাংক কর্মকর্তাদের গৃহ নির্মাণ ঋণ সিলিং ১ কোটি ২৫ লক্ষ টাকা?
- Interest Free Govt. Loan 2025 । বিনা সুদে ৩০ লক্ষ টাকা ঋণ সুবিধা চান সরকারি কর্মচারীরা?
- অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৫ । একজন প্রবাসী শুল্ক ছাড়া বছরে সর্বোচ্চ ২টি মোবাইল আনতে পারবে?
- Desertion Pension For Govt. Staff 2025 । নিখোঁজ কর্মচারীর পেনশন কখন করা হয়?
আপনি যদি আবেদন করেও টাকা না পেয়ে থাকেন, তাহলে অনলাইনে আপনার আবেদনটি অনুমোদন হয়েছে কিনা দেখে নিতে পারেন। শিক্ষা বৃত্তির টাকা দেওয়া শুরু করেছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর লগইন পেইজ দেখুন: ডাউনলোড