বহি: বাংলাদেশ । শ্রান্তি বিনোদন ছুটি

শ্রান্তিবিনোদন ছুটিকে বহি: বাংলাদেশ ছুটিতে রূপান্তর করা যায়।

বহি: বাংলাদেশ ছুটি কি?

বহি: বাংলাদেশ ছুটি বলতে বোঝায় একজন সরকারি কর্মচারী যে ছুটি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের বাহিরে ব্যক্তিগত কারণে বা দাপ্তরিক কাজে ভ্রমণ বা অবস্থান ছুটি।  সাধারণত চিকিৎসার জন্য বা দাপ্তরিক কারণে বিদেশ ভ্রমণ করতে বা অবস্থান করতে হয় সেক্ষেত্রে সরকারি GO (Government Order) জিও প্রয়োজন করে। সাধারণ নৈমিত্তিক, অর্জিত, শ্রান্তিবিনোদন, অসাধারণ বা যে কোন ছুটি নিয়ে বাংলাদেশের বাহিরে যেমন ভারতও যাওয়া যাবে না।

এখন জানবো শ্রান্তি বিনোদন ছুটি কি?

শ্রান্তি বিনোদন ছুটিকে ইংরেজীতে বলে Rest and Recreation Leave । সরকারি কর্মচারী প্রতি ০৩ (তিন) বছর অন্তর অন্তর শ্রান্তি ও বিনোদন ছুটি হিসাবে ১৫ দিন ছুটি ভোগ করতে পারে। এ ছুটি কাটাতে তাকে ঐ সময়ের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান সহ ১৫ দিনের ছুটি মঞ্জুর করা হয়। সাধারণত যোগদান কালকে ছুটি শুরুর তারিখ ধরা হয়।

প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বিষয়টি পরিস্কার করা যাক:

প্রশ্ন: নৈমিত্তিক ছুটি গ্রহণ করে কি বাংলাদেশের বাহিরে যাওয়া যাবে?

উত্তর: না,  নৈমিত্তিক ছুটি নিয়ে দেশের ভিতরেই দাপ্তরিক জেলার বাহিরে গেলে দপ্তর ত্যাগের অনুমতি লাগে। এটি আসলে কোন ছুটি না নির্বাহী অনুমতি মাত্র। এ ছুটি নিয়ে কোন ভাবেই দেশের বাহিরে  যাওয়া যাবে না

প্রশ্ন: শ্রান্তি ও বিনোদন ছুটি কি বিদেশে কাটানো যাবে?

উত্তর: না,  যদিও শ্রান্তি ও বিনোদন ছুটি অর্জিত ছুটি থেকে কর্তন করা হয়। তবু জিও ছাড়া অর্থাৎ আপনি শ্রান্তি বিনোদন ছুটি বিদেশে কাটাতে চাইলে সরকারের অনুমতি বা জিও লাগবে। এ ছুটিতে থাকাকালীন বিদেশ যাওয়া যাবে না, তবে দেশের যে কোন প্রান্তে যেতে পারেন।

প্রশ্ন: শ্রান্তি ও বিনোদন ছুটিকে কি বহি: বাংলাদেশ ছুটিতে রূপান্তর করা যায়?

উত্তর: হাঁ, যায়। সেক্ষেত্রে উদ্দেশ্য উল্লেখ করে জিও করিয়ে দপ্তর ত্যাগের অনুমতি নিয়ে যাওয়া যাবে।

শ্রান্তি বিনোদন ছুটিকে বহি: বাংলাদেশ ছুটিতে রূপান্তরের পদ্ধতি?

  • শ্রান্তিবিনোদন ছুটি মঞ্জুর করত: বহি: বাংলাদেশ ছুটির আবেদন করতে হয়।
  • অথবা একই আবেদন পত্রে শ্রান্তিবিনোদন ছুটি ও বহি:বাংলাদেশ ছুটির আবেদন করতে হয়।
  • শ্রান্তিবিনোদন ছুটিকে বহি: বাংলাদেশ ছুটিতে রূপান্তর করা যায়।

শ্রান্তি ও বিনোদন ছুটিকে বহি: বাংলাদেশ ছুটিতে রুপান্তরের একটি নমুনা প্রুফ হিসাবে একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠানের আদেশ দেখতে পারেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

4 thoughts on “শ্রান্তিবিনোদন ছুটিকে বহি: বাংলাদেশ ছুটিতে রূপান্তর করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *