সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটরকে নিয়োগের শর্ত এককালিন শিথিল পূর্বক পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য সহকারী প্রোগ্রামার পদের ৬০% পদের মধ্যে ৫০% পদ নির্ধারণ করা হয়েছে।
Computer Personel (Government organization) Recruitment Rules, 1985 বিধিমালা বাতিল করে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ জারি করা হয়েছে।
মূলত ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, সিনিয়ার ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, কম্পিউটার অপারেটর, ডাটা এনট্রি/কন্ট্রোল সুপারভাইজার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সিনিয়র কম্পিউটার অপারেটর ইত্যাদির নিয়োগ ও পদোন্নতির বিধি বিধান এই বিধিমালা আলোচনা করা হয়েছে। উক্ত বিধির আলোকে এ সকল পদের নিয়োগ ও পদোন্নতি নিয়ন্ত্রিত করা হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রশাসন-১ শাখা
প্রজ্ঞাপন
তারিখ: ০১ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/১৩ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিষ্টাব্দ
এস.আর.ও নম্বর ৪২ আইন/২০১৯।-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের শর্তাংশে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি, উক্ত সংবিধানের ১৪০ (২) অনুচ্ছেদের বিধান মোতাবেক বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে, নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিলেন, যথা:-
১। শিরোনাম ও প্রবর্তন: এই বিধিমালা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ নামে অভিহিত হইবে।
২। সংজ্ঞা।
৩। নিয়ো পদ্ধতি।
৪। সরাসরি নিয়োগ।
৫। পদোন্নতির মাধ্যমে নিয়োগ।
৬। শিক্ষানবিশি।
৭। বিশেষ বিধান।
৯। হেফাজত।
| সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড |



