বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো ২০১৬

Bangladesh Army Pay Scale- কোন বাহিনীর বেতন বেশি এমন প্রশ্ন আসতেই পারে মনে-বেতন গ্রেড সামঞ্জস্য রেখেই পে স্কেল প্রণীত হয়েছে –সামরিক বেতন গেজেট –জে এস আই ১/২০১৬

সেনাবাহিনীর বেতন স্কেল ২০২২ –সশস্ত্র বাহিনীর বেতন স্কেল ২০১৬ সালেই চূড়ান্ত করা হয় এবং এটি জাতীয় বেতন স্কেল ২০১৫ এর সাথে সামঞ্জস্য রেখেই। তিন বাহিনীর প্রধান অর্থাৎ সেনাবাহিনীর জেনারেল, নৌবাহিনীর অ্যাডমিরাল ও বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল পদের বেতন নির্ধারণ হয়েছে ৮৬ হাজার টাকা। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদের বেতন ৮২ হাজার টাকা; মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদের বেতন ৭৮ হাজার টাকা।.

ব্রিগেডিয়ার জেনারেল/কমডোর/এয়ার কমডোর পদের বেতন ৬৩ হাজার ৫৭০ টাকা। কর্নেল/ক্যাপ্টেন (নৌ)/গ্রুপ ক্যাপ্টেন পদের বেতন ৬১ হাজার টাকা। লে. কর্নেল/কমান্ডার/উইং কমান্ডারের বেতন ৫০ হাজার টাকা। মেজর/লে. কমান্ডার/স্কোয়াড্রন পদের বেতন নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার টাকা।

এছাড়া অনারারি ক্যাপ্টেন ও অনারারি লে. (নৌ) পদের বেতন ৪২ হাজার ৮৯০ (নির্ধারিত)। অনারারি (সেনা) ও অনারারি সাব লে. ৩৮ হাজার ৪৮০ টাকা। অন্যান্য পদের মধ্যে ক্যাপ্টেন/লেফটেন্যান্ট (নৌ) ও ফ্লাইট লে. পদের বেতন হচ্ছে ২৯ হাজার টাকা। পাশাপাশি লেফটেন্যান্ট (সেনা)/সাব লে. ও ফ্লাইং অফিসার পদের বেতন ২৫ হাজার টাকা।

সেকেন্ড লে., অ্যাক্টিং সাব লে. ও পাইলট অফিসারের বেতন ২৩ হাজার ১০০ টাকা। মাস্টার চিফ পেটি অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন ২২ হাজার ৫০০ টাকা। চিফ আর্টিফিসার অফিসারের বেতন ধরা হয়েছে ২২ হাজার ৪০০ টাকা। সিনিয়র চিফ পেটি অফিসার ও সিনিয়র ওয়ারেন্ট অফিসারের বেতন ২২ হাজার ২৫০ টাকা। চিফ পেটি অফিসার ও ওয়ারেন্ট অফিসারের বেতন নির্ধারণ করা হয়েছে ২২ হাজার টাকা।

সেনাবাহিনীর বেতন স্কেল ২০২২ /সেনাবাহিনীর সৈনিক এর বেতন কত?

প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ । প্রতি মাসে বাহিনী প্রধানের বেতন হইবে ৮৬,০০০ (ছিয়াশি হাজার) টাকা।

সেনাবাহিনীর বেতন স্কেল ২০২২

Caption: Bangladesh Army National Pay Scale /সশস্ত্র বাহিনীর বেতন ভাতাদি আদেশ ২০১৬

সেনাবাহিনীর অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির নিয়ে ব্যক্তিবর্গ, রিক্রুট এবং এনসি(ই)

সেনাবাহিনীর সৈনিক এর বেতন কত?

একজন সিপাহীর বেতন কত?–সার্জেন্ট ও পেটি অফিসারের বেতন ১৬ হাজার টাকা, সুবেদার মেজর পদের বেতন ১৫ হাজার ৭০০ টাকা, সুবেদারের বেতন ১৪ হাজার ১২০ টাকা, নায়েক সুবেদারের বেতন ১২ হাজার ৫০০ টাকা, কর্পোরাল, এলএস ও হাবিলদারের বেতন চূড়ান্ত করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা। এছাড়া নায়েক, এলএসি ও এবি পদের বেতন ১০ হাজার ২০০ টাকা। ল্যান্স নায়েক, ওডি এবং এসি-১ রিক্রুট পদের বেতন ৯ হাজার টাকা। সিপাহি, রিক্রুট (এমওজিটি) পদের বেতন ধরা হয় ৮ হাজার ৮০০ টাকা।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

One thought on “সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো ২০১৬

  • Nice comments.. Thanks admin for this post.But I wants to know About modc army

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *