বাংলাদেশে অদ্যবধি অরিশোধিত স্বর্ণ আকরিক / আংশিক পরিশোধিত স্বর্ণ পরিশোধের লক্ষ্যে কোনো পরিশোধনাগার স্থাপিত হয়নি। অপরিশোধিত স্বর্ণা আকরিক/ আংশিক পরিশোধিত স্বর্ণ নিজস্ব প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিশোধণ করা সম্ভব হবে শিল্পায়নের এক নতুন দিগন্তে প্রবেশ করবে বাংলাদেশ এবং বিশ্বের Gold Refiners দেশের তালিকাভূক্ত হবে বাংলাদেশের নাম।

এছাড়া, বিনিয়োগ আকর্ষণ ও প্রযুক্তি আহরণসহ দক্ষ জনবলের সৃষ্টি হবে। দেশের অভ্যন্তরীণ স্বর্ণবার, চাহিদা পূরণের পাশাপাশি স্বর্ণবার, সরাসরি রপ্তানি করাও সম্ভব হবে যা রপ্তানি পণ্যে বৈচিত্র আনয়নের পাশাপাশি আমদানি প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। বাংলাদেশের ব্র্যান্ডিং এর পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অধিকতর অবদান রাখা সম্ভব হবে।

১.০ এই নীতিমালা স্বর্ণ নীতিমালা (Gold Policy)-২০১৮ (সংশোধিত)-২০২১ নামে অভিহিত হবে।

১.১ স্বর্ণ নীতিমালার লক্ষ্য।

১.২ উদ্দেশ্যেসমূহ

১.৩ প্রয়োগ ও পরিধি

২.০ সংজ্ঞা এক্ষেত্রে সরকারি বলতে বানিজ্য মন্ত্রণালয়-কে বুঝাবে।

৩.০ বাংলাদেশে স্বর্ণ আমদানি সহজীকরণ সম্পর্কিত বিধানাবলী।

৪.০ পরিশোধনাগার/ কারখানা স্থাপন ও পরিচালনার লক্ষ্যে।

৫.০ স্বর্ণ বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।

৬.০ স্বর্ণমান প্রণয়ন, যাচাই ও নিয়ন্ত্রণ।

৭.০ ভোক্তা স্বার্থ নিশ্চিতকরণ।

৮.০ স্বর্ণবার ও স্বর্ণালঙ্কারের আনুষ্ঠানিক (Informal) আমদানি নিরুৎসাহিতকরণ।

৯.০ রপ্তানিতে প্রণোদনা ও বিশেষ সুযোগ সুবিধাসমূহ।

১০. ০ স্বর্ণখাতের তথ্য সংরক্ষণ।

১১.০ নীতিমালা সংশোধণ/ পরিবর্তন/ সংযোজন করার ক্ষমতা।

স্বর্ণ নীতিমালা (Gold Policy)-২০১৮ (সংশোধিত)-২০২১ : ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2983 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *