একটি অসাধু চক্র সরলমনা হজ গমনেচ্ছু ব্যক্তিগণকে ২০২১ সালে পবিত্র হজ পালনে অন্তর্ভুক্ত করবেন মর্মে অর্থ গ্রহণ করেছে; যা অনভিপ্রেত এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এমতাবস্থায় সকল ধর্মপ্রাণ হজ গমনেচ্ছুগণকে এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ধর্ম মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রণালয়
হজ-১ শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
নম্বর: ১৬.০০.০০০০.০০৩.১৮.০০১.২০.২৯৬; তারিখ: ২৯ এপ্রিল ২০২১
হজে গমনেচ্ছু ব্যক্তিগণের জন্য জরুরি বিজ্ঞপ্তি।
২০২১ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি অসাধু চক্র সরলমনা হজ গমনেচ্ছু ব্যক্তিগণকে ২০২১ সালে পবিত্র হজ পালনে অন্তর্ভুক্ত করবেন মর্মে অর্থ গ্রহণ করেছে; যা অনভিপ্রেত এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এমতাবস্থায় সকল ধর্মপ্রাণ হজ গমনেচ্ছুগণকে এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হলো এবং পরবর্তী নির্দেমনা না দেয়া পর্যন্ত ২০২১ সালের হজের বিষয়ে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।
০২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।
(আবুল কাশেম মুহাম্মদ শাহীন
উপসচিব
ফোন: ০২৯৫৮৪৩২২
হজে গমনেচ্ছু ব্যক্তিগণের জন্য জরুরি বিজ্ঞপ্তি : ডাউনলোড