সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

২১ ও ২৮ জুন এজি অফিস খোলা ২০২৫ । আগামী দুটি শনিবার হিসাবরক্ষণ অফিস এবং আইবাস++ খোলা থাকবে?

বাজেট ক্লোজিং উপলক্ষ্যে বেতন ভাতাদি প্রদানের নিমিত্ত আগামী ২১ জুন, ২০২৫ (শনিবার) ও ২৮ জুন, ২০২৫ (শনিবার) তারিখে সিজিএ কার্যালয় ও এর আওতাধীন অফিসসমূহ খোলা রাখা হবে-এজি অফিস বন্ধের দিন খোলা ২০২৫

আইবাস++ কি? আইবাস++ (iBAS++) হলো সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি। এটি একটি কেন্দ্রীয় সার্ভার। এসপিএফএমএস কর্মসূচির আওতায় এই পদ্ধতিটি বাস্তবায়িত হয়েছে। আইবাস++-এ প্রবেশ করতে, ইন্টারনেট ব্রাউজারের Address বারে ibas.finance.gov.bd লিখতে হবে। আইবাস++-এ প্রবেশ করতে, অর্থ বিভাগের FSMU (Financial System Management Unit) থেকে ব্যবহারকারীর পরিচিতি (User Name, Password) সংগ্রহ করতে হবে। আইবাস++ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য স্বেচ্ছাসেবীতার ভিত্তিতে একটি গ্রুপ আছে। আইবাস++-এর পূর্ণরূপ: Integrated Budget And Accounting System. 

বেতন কি চলতে মাসেই হবে? হতে পারে। হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এবং এর আওতাধীন সকল চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস (সিএএফও), ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ), ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস (ডিএএফও) ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার (ইউএও) অফিসসমূহে ২০২৪-২০২৫ অর্থ বছরের জুন ক্লোজিং (June Pre) উপলক্ষ্যে জুন/২০২৫ মাসের বেতন ভাতাদি, সেবা সরবরাহসহ আনুষাঙ্গিক বিল এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের জুন/২০২৫ মাসের অবসর ভাতা প্রদানের নিমিত্ত আগামী ২১ জুন, ২০২৫ (শনিবার) ও ২৮ জুন, ২০২৫ (শনিবার) তারিখে অফিস খোলা রাখার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হয়েছে।

শনিবার কি আইবাস খোলা থাকবে? হ্যাঁ। হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এবং অধীন সকল চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস, ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস অফিস, ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস ও উপজেলা একাউন্টস অফিসসমূহ আগামী ২১ ও ২৮ জুন ২০২৫ খ্রিঃ রোজ শনিবার খোলা রেখে বেতন ভাতাদি ও অবসরপ্রাপ্ত পেনশনারগণের পেনশন পরিশোধ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানদেরকে আদিষ্ট হয়ে অনুরোধ করা হয়েছে। তাই বেতন বিল দাখিল এবং পাশ শনিবার হবে।

এজি অফিস শনিবার খোলা থাকবে । আইবাস++ এ কি শনিবারও বেতন বিল দাখিল করা যাবে? 

আগামী ২১ জুন, ২০২৫ (শনিবার) ও ২৮ জুন, ২০২৫ (শনিবার) তারিখে অফিস খোলা রাখা সংক্রান্ত

হিসাবরক্ষণ অফিসের কাজ হলো, কোনো প্রতিষ্ঠানের আর্থিক কাজ পরিচালনা করা। এতে হিসাব সংরক্ষণ, বিবরণী তৈরি, অডিট, ব্যাংকিং, বেতন-ভাতা, বিল-ভাউচার প্রস্তুতি, আয়-ব্যয়ের হিসাব রক্ষণ, আর্থিক লেনদেনের বিশ্লেষণ, আর্থিক অবস্থার প্রতিবেদন তৈরি ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত।

  • হিসাব সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ করা
  • অডিটের জন্য প্রয়োজনীয় জবাব/বিবরণী প্রস্তুত করা
  • বিভিন্ন ফরম বিক্রয়ের রেজিস্টার, রেকর্ড তদারক ও সংরক্ষণ করা
  • দৈনন্দিন আর্থিক লেনদেন রেকর্ড করা
  • ব্যাংক হিসাব পরিচালনা করা
  • আর্থিক বিবরণী (ফাইনান্সিয়াল স্টেটমেন্ট) প্রস্তুত করা
  • প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর নিয়মিত প্রতিবেদন তৈরি করা
  • প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব রাখা
  • আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা
  • হিসাবরক্ষণ অফিসের কাজকর্ম, প্রতিষ্ঠানভেদে কিছুটা ভিন্ন হতে পারে।

আইবাস++ বন্ধ থাকে কখন?

সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারি ছুটির দিনে আইবাস++ বন্ধ থাকে। সরকারি অফিস খোলা থাকলে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত আইবাস++ চালু থাকে।আইবাস++ এর পূর্ণরূপ হলো, ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন একটি সিস্টেম। আইবাস++ এর মাধ্যমে অনলাইনে অর্থ বিভাগে দাখিল করা যায়। এছাড়াও, আইবাস++ এর মাধ্যমে সংক্রান্ত যাবতীয় দলিল, প্রতিবেদন ও বিশ্লেষণ তৈরি করা হয়। তবে এইমাসে সাপ্তাহিক ছুটির দিনে শনিবার আইবাস++ খোলা থাকবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *