সরকারের হিসাব হইতে পয়সার বিলুপ্তি।
এস.আর. ৬৩।
(ক) সরকারি হিসাবে সকল প্রাপ্তি পয়সা পর্যন্ত পরিশোধ্য এবং প্রাপ্য নিকটবর্তী পয়সাকে টাকায় রূপান্তরকরণ গ্রহণযোগ্য নয়। তদ্রুপ সরকারের কাছে বেতন, ভাতা এবং অবসরভাতাসহ সকল দাবি প্রকৃত পয়সা পর্যন্ত পরিশোধ্য এবং পূর্ণ টাকায় রূপান্তরকরণ অনুমোদনযোগ্য নয়।
(খ) সরকারি কর্মচারীদের বেতন হইতে কর্তনযোগ্য ভবিষ্য তহবিলের চাঁদা পরবর্তী পূর্ণ টাকায় রূপান্তর করিতে হইবে। যৌথ বীমা ও কল্যাণ তহবিলের কর্তনসমূহ পয়সা পর্যন্ত হিসাবভূক্ত করিতে হইবে।
(গ) চাঁদা দাতার হিসাবে সরকারি তহবিলের যে সুদ জমা হইবে তাহা নির্ণয়কালে ৫০ অথবা তদূর্ধ্ব পয়সাকে পরবর্তী পূর্ণ টাকা গণ্য করিতে হইবে এবং ৫০ পয়সার কম হইলে উপেক্ষা করিতে হইবে।
ভাষ্য: (খ) ও (গ) অনুচ্ছেদের অনুরূপ বিধান ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯ এর ৯ ও ১২ নং বিধিতে সন্নিবেশিত আছে।
Originally posted 2020-01-31 13:20:59.