৫টি সঞ্চয়স্কিম বিক্রয়ের উপর কমিশন হার হ্রাসকরণ সংক্রান্ত।

২৮/০৯/২০২১ তারিখে বাংলাদেশ সঞ্চয়পত্র বিক্রয়ে কমিশনের হার পুন:নির্ধারণ প্রজ্ঞাপন পৃষ্ঠাংকন করিল। সরকার অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত ৫(পাঁচ) টি সঞ্চয় স্কীম বিক্রয়ের উপর কমিশনের বিদ্যমান হার নিম্নরূপভাবে পুন: নির্ধারণ করিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

অর্থ মন্ত্রণালয়

সঞ্চয় শাখা

www.ird.gov.bd

নং-০৮.০০.০০০০.০৪১.২২.০০৪.২০.৪৬/১(১৮); তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২১

প্রজ্ঞাপন

সরকার অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত ৫(পাঁচ) টি সঞ্চয় স্কীম বিক্রয়ের উপর কমিশনের বিদ্যমান হার নিম্নরূপভাবে পুন: নির্ধারণ করিল:

সঞ্চয় পত্রের বিবরণ কমিশনের হার
১। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র

২। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

৩। পেনশনার সঞ্চয়পত্র

৪। পরিবার সঞ্চয়পত্র এবং

৫। ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাব (মোট জমার উপর)।

০.০৫% অথবা

প্রতিটি নিবন্ধনের বিপরীতে অনধিক ৫০০/- (পাচশত) টাকা; এ দুটির মধ্যে যেটি কম।

 

২। জনস্বার্থে এই আদেশ জারি করা হইল। ইহা জারির তারিখ হইতে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

(নুসরাত জাহান নিসু)

সিনিয়র সহকারী সচিব

৫টি সঞ্চয়স্কিম বিক্রয়ের উপর কমিশন হার হ্রাসকরণ সংক্রান্ত: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *