শারিরীক বা মানসিক বৈকল্যের কারণে কোন কর্মচারী প্রজাতন্ত্রের চাকরির জন্য অথবা যে কোন চাকরিতে নিয়োজিত আছেন, উক্ত চাকরির জন্য মেডিকেল বোর্ড কর্তৃক স্থায়ীভাবে অক্ষম ঘোষিত হইয়া প্রজাতন্ত্রের চাকরি হইতে অবসর গ্রহণ করিলে যে পেনশন প্রাপ্য হয়, উহাই অক্ষমতাজণিত পেনশন। (Invalid Pension)-BSR-321-336
অক্ষমতাজনিত পেনশন প্রাপ্তির শর্ত ও নিয়মাবলী
কোন কর্মচারী শারিরীক বা মানসিক কারণে স্থায়ীভাবে অক্ষম হইয়া প্রজাতন্ত্রের চাকরি হইতে অবসর গ্রহণ করিলে বিএসআর এর বিধান মতে নিম্নোক্ত শর্তে অক্ষমতাজনিত পেনশন প্রাপ্য-
(১) শারিরীক বা মানসিক বৈকল্যের কারণে প্রজাতন্ত্রের চাকরির জন্য অথবা প্রজাতন্ত্রের চাকরির যে শাখায় আছে, উক্ত শাখার চাকরির জন্য স্থায়ীভাবে অক্ষম হইয়া প্রজাতন্ত্রের চাকরি হইতে অবসর গ্রহণ করিলে অক্ষমতা জনিত পেনশন প্রাপ্য। বিএসআর-৩২১
(২) এই অক্ষমতাজনিত মেডিকেল বোর্ড কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট দ্বারা প্রত্যায়িত হইতে হইবে। বিএসআর-৩২২
(৩) অন্য কোন কারণে চাকরি হইতে অব্যাহতি প্রাপ্ত (Discharge) কোন কর্মচারী অক্ষমতার স্বপক্ষে অক্ষমতা জনিত মেডিকেল সার্টিফিকেট দাখিল করিলেও অক্ষমতা জনিত পেনশন পাইবেন না। বিএসআর-৩৩২
(৪) এই অক্ষমতা বিশৃংখলাপূর্ণ জীবন যাপন বা অমিতাচারী বদ অভ্যাসের প্রত্যক্ষ কারণে হইলে পেনশন মঞ্জুর করা যাইবে না। কিন্তু যদি উহা উক্ত বদ অভ্যাসের প্রত্যক্ষ কারণে না হইয়া উক্ত বদ অভ্যাস দ্বারা ত্বরান্বিত হয় বা অবনতি ঘটায়, তাহা হইলে পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ কি পরিমাণ পেনশন হ্রাস করা হইবে, তাহা নির্ধারিত করিবে। বিএসআর-৩৩৩
অক্ষমতাজনিত পেনশন প্রাপ্তির শর্ত ও নিয়মাবলী: ডাউনলোড