পেনশন সহজীকরণ আদেশ ২০২১ এর অনুচ্ছেদ ৩.০৪ মোতাবেক একজন মূল পেনশনার মৃত্যুবরণকালে তার পেনশনকাল ১৫ বছর অতিক্রান্ত না হয়ে থাকলে তার যদি স্ত্রী বা প্রতিবন্ধী সন্তান বা অপ্রাপ্ত বয়স্ক সন্তান বা ২৫ বছর বয়স অতিক্রান্ত সন্তান না থাকে তবুও তার পরিবার বা উত্তরাধীকারগণ পেনশন পাবেন। যদি তার বিবাহিত ২৫ বয়স উর্ধ্ব সন্তানও থাকেন তবে মূল পেনশনের তারিখ হতে ১৫ বছরের অবশিষ্ট সময়ের জন্য পেনশন পাবেন।
৩.০৪ পুত্র ও বিবাহিতা কন্যা সন্তানের বয়সসীমা
পারিবারিক পেনশনের ক্ষেত্রে পুত্র সন্তানের বয়সসীমা হইবে ২৫ বৎসর। প্রচলিত বিধানের যেই সকল ক্ষেত্রে পুত্র সন্তানের কোন বয়সসীমা বর্তমানে উল্লেখ নাই, সেই সকল ক্ষেত্রে বয়স নির্বিশেষে সকল পুত্র সন্তান পারিবারিক পেনশন প্রাপ্য হইবেন। পারিবারিক পেনশন প্রাপ্যতার ক্ষেত্রে তৎকালীন অর্থ ও রাজস্ব বিভাগের ১৬-০৪-১৯৫৯ তারিখের স্মারক নং ২৫৬৬ (৪০)-এফ এর অনুচ্ছেদ ৫(২)(এ)(ii)-এর অনুসরণে ১৫ বৎসরের মেয়াদকাল পূর্তির কোন সময় অবশিষ্ট থাকিলে শুধু উক্ত সময় পূর্তি পর্যন্ত তিনি পারিবারিক পেনশন প্রাপ্য হইবেন। ২৫ বৎসরের উর্ধ্বে পুত্র সন্তানের প্রাপ্যতার অনুরূপ শর্তে মৃত সরকারি কর্মচারীর বিবাহিতা কন্যা/কন্যাগণ প্রচলিত বিধিগত পদ্ধতিতে ও হারে পেনশন/আনুতােষিক প্রাপ্য হইবেন।
কোন সরকারী কর্মচারী পেনশনের যাওয়ার পর ১৫ বছরের মধ্যে মারা গেলে যদি তার স্ত্রী বা প্রতিবন্ধী সন্তান না থাকে তবে বিবাহিত ও ২৫ বছর বয়সের উর্ধ্ব বয়সী সন্তানগণ অবশিষ্ট ভোগী হিসাবে পেনশন ভোগ করবেন।
প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়টি পরিস্কার হওয়া যাক
- আছে এবং বৈধ উত্তরাধিকারী অবশ্যই 15 বছর পর্যন্ত ভোগ করতে পারবে।
- আছে
- আত্মীয় এর কতজন সন্তান আছে, তাদের বয়স এবং কন্যা সন্তান থাকলে বিবাহিত কিনা ? বিবাহিত হলেও পাবেন।
- অবিবাহিতা মেয়ে,২৫বছরের নিচে ছেলে নতুবা বয়োজ্যেষ্ঠ সন্তান (বয়স নির্বিশেষে) ১৫বছরের অবশিষ্টাংশ পেনশন পাবে।
- স্ত্রী যদি ১৬ বছর পেনশন পেয়ে মারা যান তখন কে পাবে? যদি প্রতিবন্ধী সন্তান থাকে, তবে সে আজীবন পেনশন পাবে।প্রতিবন্ধী সন্তান না থাকলে আর কেহ পেনশন পাবে না।
- স্ত্রী যদি ১৬ বছর পারিবারিক পেনশন পেয়ে মারা যান প্রতিবন্ধী সন্তান ছাডা ২৫ বছর পর্যন্ত বয়সী সন্তান পেনশন পাবে না।
- সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ,২০২০ এ এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে।
- হিসাব রক্ষন অফিসে আবেদন করুন পেনশন বড় ছেলে পাবে।
- পাবেন। পেনশনার কর্তৃক মনোনীত নমিনি (গন) পাবেন। পেনশনারের স্ত্রী বা স্বামীর মৃত্যুর পর কে কত পরিমান পাবেন পেনশন মঞ্জুরীর আগে একটি ফরমে উল্লেখ করে স্বাক্ষর করতে হয়।
মৃত বেসামরিক কর্মচারীর বিবাহিতা কন্যা/ কন্যাগণের পেনশন/আনুতােষিক প্রাপ্যতা সংক্রান্ত।
আমার বাবা পেনশনে যান ২০০৬ সালে এবং পেনশন ভুগ রত অবস্থায় তিনি মারা যান ২০১৫ সালে ,২০১৫ সাল থেকে আমার মা পেনশন পান না ও তিনি সম্পর্ন পেনশন বিক্রি করেদিয়ে ছিলেন এখন উনার শ্রী বা আমার মা পেনশন পারপাছে কি কি সুভিদা পাবেন
এবং আরেক টা বিষয় লক্ষণীয় যে পেনশন ভুগের ১৫ বছর অতিবাহিত হলে কি উত্তরাধিকারী পুরো পেনশনের আওতায় পড়বেন কি না
১২ মাসের চিকিৎসা ভাতা ১৫০০ টাকা হারে যদি ৬৫ বছর বয়সের হন তবে ২৫০০ টাকা হারে এবং যদি পেনশন বিক্রি না করতেন যে হারে পেনশন পাইতেন সেই হারে দুটি উৎসব ভাতা ও একটি বৈশাখী ভাতা পাবেন। পুরো পেনশনের আওতায় পড়বেন না। যদি আপনার বাবা বেচে থাকতেন তবে তিনি পড়তেন।
আমার বাবা ২০০৭ ফেব্রুয়ারিতে অবসর নেন এবং পেনশন বিক্রি করেন এমতাবস্থায় তিনি শুধু মেডিকেল ও উতসব ভাতা পেতেন, বাবা ২০১৬ তে গত হওয়ায় আমার মা পারিবারিক পেনশনের আওতায় পরে মেডিকেল ভাতা পেতেন, বাবার অবসরের ১৫বছরের পরে আমার মা পারিবারিক পেনশনের সুবিধা ভোগীর ক্ষেত্রে কি পুর্ন পেনশনভোগীর আওতায় আসবেন বা কি কি সুবিধা পেতে পারেন?
আপনার বাবা যদি পেনশন পুন:স্থাপনের আওতায় এসে মৃত্যুবরণ করতেন তবে আপনার মা পুন:স্থাপিত পেনশন পেতেন। পারিবারিক পেনশন পুন:স্থাপনের আওতায় আসে নি তাই আপনার মা আপনার বাবা যা পেয়ে মৃত্যুবরণ করেছেন তাই পাবেন। তবে চিকিৎসা ভাতার ক্ষেত্রে যদি আপনার মায়ের ৬৫ বছর পূর্ণ না হয়ে থাকে তবে ১৫০০ টাকা পাবেন।
আমার নানী গতকাল ১৮ মার্চ ২০২২ সালে মৃত্যুবরণ করেছেন। আমার নানা চাকুরী রত অবস্থায় মৃত্যুবরণ করেন। নানী নানার পেনশনের সুবিধা প্রায় বিশ বছর ভোগ করে মৃত্যুবরণ করেন। এখন নানীর একটি বিধান মেয়ে সন্তান আছেন, বিধান মেয়ে সন্তান কি পেনশন পারেন? নানীর পেনশন ১৫ বছর ভোগ করা অতিবাহিত হয়ে,বিশ বছর ভোগ করেছে। পেনশনানে অবশিষ্ট চাকুরী বলতে আমার নানা কে না নানী কে বুঝানো হয়েছে ?
নানাকে বুঝানো হয়েছে। এক্ষেত্রে বিধবা সন্তান পেনশন প্রাপ্য হবেন না।
আমার মা ২০০৭ সালে পেনশনে যান এবং ১০০ ভাগ পেনশন সমর্পণ করেন। কিন্তু তিনি উৎসব ভাতা পেতেন। তিনি ২০১১ সালে মৃত্যুবরণ করেন।এরপর আমার বাবা দ্বিতীয় বিবাহ করেন এবং আমার মায়ের সন্তানদের বয়স ২৫ বছরের বেশি হওয়ার কারনে আমরা পারিবারিক পেনশনের আবেদন করিনি।মা তো মাত্র ৪ বছর পেনশন ভোগ করেছেন,এখন কি আমরা সন্তানরা পেনশন পাব?
আপনারা অবশ্যই প্রাপ্য কিন্তু এত দেরি হয়েছে কেন? সে বিষয়ে যথাযথ জবাব দিতে হবে। আপনার মায়ের সর্বশেষ কর্মস্থল হতে প্রত্যয়ণপত্র গ্রহণ করে আবেদন করতে হবে। হিসাবরক্ষণ অফিস যোগাযোগ করুন।
আমার বাবা ৬০ বছর বয়সে ১৯৯৪ সালে অবসর গ্ৰহন করে এবং পেনশন পেতে থাকে ,এরপর ১৯৯৯ সালে ক্যানসারে ৬৬ বছর বয়সে মৃত্যুবরন করার পর আমার মা আমার আব্বার পেনশন ভোগ করে এবং আমার মা এখনো জীবিত আছে কিন্তু শারীরিকভাবে অসুস্থ ।এদিকে আমি একজন মেয়ে মানুষ ,আমার বিবাহ এখনো হয়নি এবং আমি বেকার ,আমার শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি পাশ এবং আমার বর্তমান বয়স ৩১ বছর ।আমরা তিন ভাইবোন আমি সবার ছোট এবং অবিবাহিত। আমার বড়ো এক বোন ও ভাই আছে ,তারা উভয় ই বিবাহিত। এখন আমার প্রশ্ন হলো আমি কি আমার মা এর মৃত্যুর পর আমার বাবার পেনশন ১৫ বছর পর্যন্ত ভোগ করতে পারবো কিনা সেটা জানতে চাই ।উত্তরটা সহজভাবে বুঝিয়ে ব্যাখ্যা করে দিলে ভাল হয় ।
না। ১৫ বছর পর্যন্ত ভোগের যে টার্ম তা হলো মূল পেনশনারের পেনশনে যাওয়ার ১৫ বছরের মধ্যে মারা গেলে সুস্থ্য ছেলে মেয়েরা বয়স ২৫ উর্ধ্ব হলেও পেনশন পায়। ব্যাপারটি এখানে সম্পূর্ণ ভিন্ন তাই মায়ের মৃত্যুর পর কেউ আর পেনশন পাবেন। যদি যদি প্রতিবন্ধী কোন সন্তান থাকত সে পেত। ধন্যবাদ।
আমার বাবা বাংলাদেষ ব্যাংকের ডি জি এম হিসেবে অবসরে জান গত ০৯/০৯/২০১৯ সনে।তিনি গত ২০/০১/২৩ তারিখে মারা জান।আমার মা ও মারা গেছেন বাবার আগে।এই সময়ে আমাদের কোন অবিবাহিত বোন,বিধবা বোন,২৫ বছরের কম কোন ভাই নেই।তাই পেনষন বিধিমালা মতে আমার বয়স ২৫ এর বেশি হবার পরেও কি পেনসন পাব??আর সেটা কত বছর পাব? আর পেতে হলে কিভাবে আবেদন করবো।
জি। পাবেন। ২০১৯ সন হতে ১৫ বছর পর্যন্ত পরিবারের কোন একজনকে মনোনয়ন দিন। পাবেন। ব্যাংকে যোগাযোগ করুন।