সরকারী প্রাথমিক বিদ্যোলয়ের শিক্ষক শিক্ষিকাগণ পাওনা সাপেক্ষে অর্ধ গড় বেতনে এক বৎসর অবসর গ্রহণ প্রস্তুতি ছুটি পাইবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
নং শা: ৭/৬জি-২/৮৬/-শিক্ষা; তারিখ: ২৫/০১/২৫/০১/১৯৮৭
প্রাপক: প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়
৪৫, পুরানা পল্টন, ঢাকা।
বিষয়: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগণকে অবসর গ্রহণ প্রস্তুতি ছুটি প্রদান।
মহোদয়,
আমি নির্দেশিত হইয়া জানাইতেছি যে, সরকারী প্রাথমিক বিদ্যোলয়ের শিক্ষক শিক্ষিকাগণ পাওনা সাপেক্ষে অর্ধ গড় বেতনে এক বৎসর অবসর গ্রহণ প্রস্তুতি ছুটি পাইবেন।
২। অর্থ মন্ত্রণালয়ের সম্মতিক্রমে এই আদেশ জারি করা হইল।
(আবু আলম মো: শহিদ খান)
সহকারী সচিব।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগণকে অবসর গ্রহণ প্রস্তুতি ছুটি প্রদান সংক্রান্ত: ডাউনলোড