পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

ফ্যামিলি পেনশন পেপার্স ২০২৪ । পেনশনভোগীর মৃত্যু হইলে পরিবার কি কি কাগজপত্র সংগ্রহ করবে?

Family Pension Papers in Bangladesh-পেনশনার বা চাকরিজীবী যখন মারা যায় তখন পেনশন ট্রান্সফার করতে যে সকল কাগজপত্র লাগে-ফ্যামিলি পেনশন পেপার্স ২০২৪ 

সরকারি চাকরিজীবী পেনশন ভোগরত অবস্থায় মৃত্যুবরণ করলে আমরা অনেকেই বুঝতে পারিনা কিভাবে কি করতে হবে। কি কি কাগজপত্র লাগবে, ইত্যাদি ইত্যাদি। নিচের তালিকা মোতাবেক কাগজপত্র সংযুক্ত করে একটি আবেদন পত্র যথাযথ অফিস কর্তৃপক্ষের মাধ্যমে হিসাব রক্ষণ অফিসে দাখিল করলেই কাজ শেষ। কিছু কাগজপত্র অফিস কর্তৃপক্ষ রেডি করে দিবে আর কিছু কাগজপত্র পরিবারকে যোগার করতে হবে।

(১) পেনশন আবেদন ফরম ২.২ (সংযোজনী-৫)- ১ কপি।

(২) সত্যায়িত ছবি- ৪ কপি।

(৩) উত্তরাধিকার সনদপত্র ও নন-ম্যারিজ সার্টিফিকেট (সংযোজনী-৩)- ৩ কপি।

(৪) নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬)- ৩কপি।

(৫) অভিভাবক মনোনয়ন এবং অবসর ভাতা ও আনুতোষিক উত্তোলন করিবার ক্ষমতা অর্পণ সনদ (সংযোজনী-৭)- ৩ কপি।

(৬) চিকিৎসক/পৌরসভা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদপত্র- ১ কপি।

(৭) পিপিও এবং ডি-হাফ-১কপি।

 

উক্ত কাগজপত্র ব্যতীত হিসাব রক্ষণ অফিস অতিরিক্ত কোন কাগজপত্র চাহিতে পারিবে না।

The amount of family pension payable is based on the last pay drawn by the deceased employee and is subject to a minimum and maximum limit. The minimum family pension payable is Tk. 3000 per month, while the maximum family pension payable is Tk. 78,000 per month. To apply for family pension in Bangladesh, the surviving family members of the deceased employee need to submit an application to the appropriate authority along with the necessary documents such as death certificate, family certificate, and other relevant documents. The application should be submitted within six months from the date of the employee’s death. Overall, family pension in Bangladesh is an important social security benefit that provides financial support to the families of government employees who have died in service.

আরও বিস্তারিত জানতে পেনশন বিধিমালা দেখে নিতে পারেন: ডাউনলোড

In Bangladesh, family pension is a type of pension that is provided to the family members of a government employee who dies while in service. It is a form of financial support that is aimed at helping the family members of the deceased employee to cope with the loss of income. The family pension is payable to the surviving spouse of the deceased employee and, in the absence of a spouse, to the eldest surviving child until he or she attains the age of 18. If the child is physically or mentally disabled, the family pension is payable for life.

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: সরাসরি হিসাব রক্ষণ বরাবর কাগজপত্র দাখিল করতে হবে?
  • উত্তর: না, সর্বশেষ অফিস কর্তৃপক্ষের মাধ্যমে হিসাব রক্ষণ অফিস বরাবর আবেদন করতে হবে।
  • প্রশ্ন: পেনশনের যাওয়া অফিস কি এ কাজে সহায়তা করবে?
  • উত্তর: হ্যাঁ, সর্বশেষ অফিস হতে সব ধরনের সহযোগিতা পাবেন। তারাই কাগজপত্র গুছিয়ে হিসাব রক্ষণ অফিস বরাবর প্রেরণ করবে।
  • প্রশ্ন: পেনশনারের পরিবারের কাজ কি?
  • উত্তর: মৃত পেনশনারের শেষ কর্মস্থল প্রধানের নিকট হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবর করা আবেদনপত্র প্রেরণের জন্য আবেদন দাখিল করা। সাথে মৃত্যু সনদ ও অন্যান্য কাগজপত্র যা আপনার নিকট আছে।
  • প্রশ্ন: সব কাগজতো আমার নিকট নাই তাহলে?
  • উত্তর: তাতে কোন সমস্যা নাই যা আছে তা দাখিল করবেন। অবশিষ্ট অফিস কর্তৃপক্ষ সংযুক্ত করবেন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।