সংস্থাপন বিভাগের স্মারক নং ইডি (রেগ-৪) ২০২/৮৩-৩৯ তাং ১০-০৫-১৯৮৩ ইং মোতাবেক একজন সরকারী কর্মচারী ছুটি কালীন সময়ে যে সমস্ত সুবিধাদি পাওয়ার অধিকারী তাহা নিম্নে বর্ণনা করা হইল:
(ক) অবসর প্রস্তুতি ছুটিসহ ছুটিকালীন সময়ে যে সমস্ত সুযোগ সুবিধা পাইবেন:
একজন সরকারী কর্মচারী অবসর প্রস্তুতি ছুটিসহ গড় বেতনে, অর্ধগড় বেতনে বা অসাধারণ ছুটি কালীন সময়ে নিম্নোক্ত সুবিধাদি পাইবেন:
১। অসাধারণ ছুটিকালীন সময় ব্যতীত অন্যান্য ছুটি কালীন সময়ে ছুটি কালীন বেতন।
২। বাড়ি ভাড়া পূর্ণ হারে।
৩। অবসর প্রস্তুতি ছুটিকালীন সময় ব্যতীত অন্যান্য ছুটি কালীন সময়ে ছুটির মেয়াদ এক মাসের অধিক না হইলে সরকারী খরচে পত্রিকার সুবিধা।
৫। চিকিৎসা ভাতা পূর্ণ হারে।
(খ) অবসর প্রস্তুতি: ছুটিসহ ছুটিকালীন সময়ে যে সমস্ত সুবিধাদি পাইবেন না:
১। ভ্রমণ ভাতা ও যাতায়াত ভাতা
২। অর্ডারলি, আপ্যায়ন ভাতা বা খরচ।