অ্যাপ হতে জানতে পারবেন সঞ্চয়পত্র সম্পর্কিত যাবতীয় তথ্য।
জাতীয় সঞ্চয় অধিদপ্তর অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একটি সংযুক্তি দপ্তর (Attached Department)। এ দপ্তরের প্রধান কাজ জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা এবং জনগণের ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরণ করে সরকারের বাজেট ঘাটতিতে অর্থায়ণ করা। তাছাড়া মুদ্রাস্ফীতি রোধ এবং বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসও এ অধিদপ্তর সহাযক ভূমিকা পালন করে থাকে।
যা যা আছে এ জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক তৈরিকৃত এ অ্যাপে যা আছে-
যে সকল সঞ্চয় স্কিম রয়েছে:
- ৫ মাস মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র
- ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
- পরিবার সঞ্চয়পত্র
- পেনশনার সঞ্চয়পত্র
- ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড
- ইউ,এস,ডলার ইনভেস্টমেন্ট বন্ড
- ইউ.এস. ডলার প্রিমিয়াম বন্ড
- ডাকঘর সঞ্চয় ব্যাংক (মেয়াদী হিসাব)
- ডাকঘর সঞ্চয় ব্যাংক (সাধারণ হিসাব)
- ডাক জীবন বীমা এবং অ্যানুইটি
- বাংলাদেশ প্রাইজ বন্ড
যোগাযোগের ঠিকানা: মহাপরিচালকের ফোন নম্বর: ০২-৯৫৫৯৯০৮, মোবাইল নম্বর : ০১৭০০-৩৮২৯৫৮, ইমেইল: dg.nsd.bd@gmail.com, ঠিকানা: জাতীয় সঞ্চয় অধিদপ্তর, এন.এস.সি টাওয়ার (১৮তলা), ৬২/৩ পুরানা পল্টন, ঢাকা, www.nationalsavings.gov.bd । এছাড়াও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের জেলা ও বিভাগীয় অফিসে যোগাযোগ সম্পর্কিত তথ্য।
কোথায় পাওয়া যাবে এ সঞ্চয়পত্র: উক্তরোক্ত স্কিমগুলো বাংলাদেশ ব্যাংক, তফসিলী ব্যাংক, ডাকঘর এবং জাতীয় সঞ্চয় ব্যুরোসমূহে ক্রয় ও নগদায়ন করা যাবে।
আবেদন পদ্ধতি: প্রতিটি স্কীমের পদ্ধতি অ্যাপে রয়েছে। একটি বর্ণনা করছি। ০৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়তপত্র ক্রয় প্রক্রিয়া-
(ক) সঞ্চয়পত্র ক্রয়ের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে যে কোন ইস্যু অফিস (ব্যাংক, ডাকঘর এবং জাতীয় সঞ্চয় ব্যুরো)-এ দাখিল করতে হবে।
(খ) চেক অথবা নগদে সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। তবে চেকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে চেক নগদায়নের তারিখে সঞ্চয়পত্র ইস্যু করা হবে।
(গ) আবেদন ফরমের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি দাখিল করতে হবে-
- ক্রেতা ও নমিনী প্রত্যেকের ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (নমিনির ছবি ক্রেতা কর্তৃক সত্যায়িত)
- ক্রেতা ও নমিনি উভয়ের জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি (নমিনি নাবালক হলে প্রত্যয়ণকারীর জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি)।
- বিনিয়োগের পরিমাণ ১ লক্ষ টাকা বেশি হলে আবেদন পত্রের সাথে টেক্সপেয়ার আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন)-এর সনদের ফটোকপি;
- বিনিয়োগকারীর ব্যাংক হিসাব নম্বরসহ চেকের ফটোকপি;
বি:দ্র: (ক) বিনিয়োগের পরিমাণ ১ লক্ষ টাকা রবেশি হলে বিনিয়োগকারী বাধ্যতামূলকভাবে চেক-এর মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়ের অর্থ পরিশোধ করবেন; এবং (খ) জাতীয় সঞ্চয় স্কীম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম-এর মাধ্যমে ইস্যুকৃত সঞ্চয়পত্রের মূল ও মুনাফার অর্থ সরকার কর্তৃক বিনিয়োগকারীকে কেবলমাত্র BEFTN-এর মাধ্যমে পরিশোধ করা হবে;
বিধিমালা /নীতিমালা: সঞ্চয়পত্র বিধিমালা-১৯৭৭, ইউ.এস. ডলার ইনভেস্টমেন্ট বন্ড বিধিমালা ২০০২, ইউএস. ডলার প্রিমিয়াম বন্ড বিধিমালা-২০০২, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড বিধিমালা-১৯৮১। এছাড়াও প্রাইজ বন্ড নীতিমালা, পরিবার সঞ্চয়পত্র নীতিমালা-২০০৯ (সংশোধিত-২০১৫) এবং পেনশনার সঞ্চয়পত্র নীতিমালা-২০০৪ (২৩ মে ২০১৫ পর্যন্ত সংশাধিত)।
বিবিধ: হারোনা, ধ্বংস বা ক্ষতিগ্রস্থ সার্টিফিকেট প্রতিস্থাপন পদ্ধতি, নমিনি বা উত্তরাধীকারী কর্তৃক সঞ্চয়পত্র নগদায়ন বা মুনাফা গ্রহণ পদ্ধতি।
ফরম ডাউনলোড ব্যবস্থা: প্রাইজ বন্ড লটারীর ফলাফল দেখা যাবে, পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম, পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম, ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম।
মুনাফা ক্যালকুলেশন: যে কোন সঞ্চয় পত্রের মুনাফা হিসাব করে শুধুমাত্র সঞ্চয় স্কীমের নাম সিলেক্ট করে টাকার পরিমাণ লিখে মুনাফার হিসাব দেখুন বাটনে ক্লিক করলেই প্রতিমাসের হিসাব সহ আরও বিস্তারিত তথ্য চলে আসবে। ২ বছর পর সঞ্চয়পত্র ভেঙ্গে ফেললে আপনি কত টাকা মুনাফা পাবেন এবং আসল ফেরত পাবেন বিস্তারিত তথ্য আসবে।
সচারাচর জিজ্ঞাসা:
- প্রশ্ন: কতটি সঞ্চয়পত্র স্কীম রয়েছে?
- উত্তর: ১১টি।
- প্রশ্ন: কোথায় কিনতে পাওয়া যায়?
- উত্তর: ডাকঘর, ব্যাংক, সঞ্চয়পত্র অফিসে।
- প্রশ্ন: উৎসে আয়কর কর্তন করা হয়?
- উত্তর: জি, বিধি মোতাবেক।
অ্যাপ হতে জানতে পারবেন সঞ্চয়পত্র সম্পর্কিত যাবতীয় তথ্য: ডাউনলোড




আমি একই পদে ২৯ বছঅর কর্মরত। আমি ৩টি টাইম স্কেল পেয়ছি। আমি কি সিলেকশন গ্রেড পাব। যোগদান ১৬.১২.১৯৯১
না।