অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচী আওতায় গেজেটেড কর্মকর্তাগণের বেতন অনলাইনে (আইবাস++) দাখিল করার মাধ্যমে বিল পাশ করা ওো ইএফটি করা চালু হয়। এক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতিতে হিসাব সংরক্ষণ বিষয়টি রহিত না করায় ম্যানুয়াল পদ্ধতিতে সরকারের প্রাপ্তি ও পরিশোধ হিসাব সংরক্ষণের নিমিত্ত অনলাইনে দাখিলকৃত বিল এর প্রিন্ট কপি অত্র কার্যালয়ে জমা নেয়া হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়
হিসাব ভবন,
ফজলুল হক, এভিনিউ, বরিশাল।
নং-ডিসিএ/ববি/বিল শাখা/যোগাযোগ নথি/২০২০/৩৭০; তারিখ: ১৮/০৮/২০২০
—————————
———————–
বিষয়: গেজেটেড কর্মকর্তাগণের বেতন ভাতা বিল অনলাইনে (আইবাস++ এ) দাখিলের পাশাপাশি প্রিন্ট কপি হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
০১। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচী আওতায় গেজেটেড কর্মকর্তাগণের বেতন অনলাইনে (আইবাস++) দাখিল করার মাধ্যমে বিল পাশ করা ওো ইএফটি করা চালু হয়। এক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতিতে হিসাব সংরক্ষণ বিষয়টি রহিত না করায় ম্যানুয়াল পদ্ধতিতে সরকারের প্রাপ্তি ও পরিশোধ হিসাব সংরক্ষণের নিমিত্ত অনলাইনে দাখিলকৃত বিল এর প্রিন্ট কপি অত্র কার্যালয়ে জমা নেয়া হয়।
২। করোনা ভাইরাস জনিত কারণে সাধারণ ছুটিকালীন বেতন-ভাতা অনলাইনে দাখিলকৃত বিল এর ভিত্তিতে পরিশোধ করা হয়। বর্তমানে সকল সরকারি অফিস খোলা থাকায় সাধারণ ছুটিকালীন দাখিলকৃত অনলাইন বিলের প্রিন্ট কপিসহ বর্তমান মাস (জুলাই/২০২০) এর প্রিন্ট কপি গেজেটেড কর্মকর্তাগণের নিকট চাওয়া হয়েছিল। কিন্তু অনেক কর্মকর্তা বিলের প্রিন্ট কপি এ কার্যালয়ে দাখিল করছেন না যা সরকারের প্রাপ্তি ও পরিশোধ হিসাব যথাযথভাবে সংরক্ষণের অন্তরায়। এমতাবস্থায়, গেজেটেড কর্মকর্তাগণকে সাধারণ ছুটিকালীন দাখিলকৃত অনলাইন বিলের প্রিন্ট কপিসহ নিয়মিতভাবে দাখিলকৃত অনলাইন বিলর প্রিন্ট কপি এ কার্যালয়ে প্রেরণের জন্য আপনার মাধ্যমে অনুরোধ করা হলো।
(মো: রুহুল আমিন)
নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা
ডিসিএ, বরিশাল
ফোন: ০৪৩১৬৪০১৭
আইবাস++ এ বেতন বিল দাখিলের পাশাপাশি প্রিন্ট কপি হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল করতে হবে: ডাউনলোড