জনাব রজিন বাবু মাহি একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। ৩০ জুন ২০২১ খ্রিষ্টাব্দ তারিখে সমাপ্ত আয় বছরের হিসাব বিবরণীতে তিনি আয়ের নিম্নরূপ তথ্য প্রদান করেন:
বিক্রয় | ১,২০,০০,০০০/- |
প্রস মুনাফা | ১৮,০০,০০০/- |
লাভ ক্ষতি হিসাবের বিভিন্ন খাতে খরচ দাবী | ১০,০০,০০০/- |
নীট মুনাফা | ৮,০০,০০০/- |
এ বছরে তিনি ৩০,০০০ টাকা অগ্রিম আয়কর পরিশোধ করেছেন এবং ১,২০,০০০ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেছেন। ৩০ জুন ২০২১ তারিখে করদাতার বয়স ছিল ৬৬ বছর ২ মাস। ২০২১-২০২২ কর বছরে করদাতার ৮,০০,০০০ টাকা মোট আয়ের উপর প্রদেয় করের পরিমাণ নিম্নরূপে পরিগণনা করা হল:
করদায় পরিগণনা
ক) প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর | শুন্য* |
খ) পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ৫% হারে | ৫০০০/- |
গ) পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১০% হারে | ৩০,০০০/- |
ঘ) অবশিষ্ট ৫০,০০০ টাকার উপর ১৫% হারে | ৭,৫০০০/- |
মোট আয়ের উপর আয়কর | ৪২,৫০০/- |
*করদাতার বয়স ৬৫ বছরের উর্ধ্বে বলে করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০ টাকা। | |
কর রেয়াত | |
বিনিয়োগ | ১,২০,০০০/- |
সঞ্চয়পত্র ক্রয় | ১,২০,০০০/- |
রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক (Eligible Amount)
ক) মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ | ১,২০,০০০/- |
খ) মোট আয় ৮,০০,০০০ টাকার ২৫% | ২,০০,০০০/- |
গ) | ১,০০,০০০/- |
অনুমোদনযোগ্য অংক (Eligible Amount) [ক বা খ বা গ এ তিনটির মধ্যে যেটি কম] | ১,২০,০০০/- |
কর রেয়াতের পরিমাণ:
অনুমোদনযোগ্য অংকের ১৫% অর্থাৎ (১,২০,০০০*১৫%) = ১৮,০০০/-
প্রদেয় কর
মোট আয়ের উপর আয়কর | ৪২,৫০০/- |
(-) কর রেয়াত | ১৮,০০০/- |
প্রদেয় কর | ২৪,৫০০/- |
বাদ অগ্রিম আয়কর পরিশোধ | ৩০,০০০/- |
নীট প্রদেয় কর: ফেরতযোগ্য বা পরবর্তীতে সমন্বয়যোগ্য কর (৫,৫০০/-) |
একজন ডিপার্টমেন্টার স্টোর মালিক উপরোক্ত তথ্যের ভিত্তিতে খুব সহজেই আয়কর পরিগণনা করে রিটার্ণ দাখিল করতে পারেন।
একজন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক এর আয়কর পরিগণনা: ডাউনলোড