ইউপি সচিবগণের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে নিম্নরূপ তথ্যাদি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
ইউপি-২ শাখা
www.lgd.gov.bd
স্মারক নং-৪৬.০০.০০০০.০১৮.৯৯.০৩৬.২০.৫৩০; তারিখ: ১৮ নভেম্বর ২০২০
বিষয়: ইউনিয়ন পরিষদের সচিবগণের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ।
সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়েরর ২৪/০২/২০২০ খ্রি: তারিখের স্মারক।
উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে, ইউপি সচিবগণের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে নিম্নরূপ তথ্যাদি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো।
চাহিত তথ্যাদি ও এ বিভাগের মতামত পত্রে উল্লিখিত।
১। ইউনিয়ন পরিষদের সচিব পদটি সরকারি রাজস্বখাত ভূক্ত কিনা;
২। উক্ত পদসমূহের স্বতন্ত্র নিয়োগ বিধি আছে কিনা;
৩। অন্যান্য দপ্তরে ইউপি সদস্যের সমান্তরাল পদ আছে কিনা;
৪। এছাড়া প্রস্তাবিত পদের বেতনস্কেল উন্নীতকরণ করা হলে সরকারি অন্যান্য দপ্তরে প্রভাব পড়বে কিনা;
(মো: আকবর হোসেন)
সিনিয়র সহকারী সচিব
ফোন: ৯৫১৪১৯০
ইউনিয়ন পরিষদের সচিবগণের বেতনস্কেল ১০ গ্রেডে উন্নীতকরণ সংক্রান্ত: ডাউনলোড