সকল নন-গেজেটেড কর্মচারীদের Online Pay bill Submission ও EFT -এর মাধ্যমে (DDO Module ব্যবহার করে) বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে SPFMS কর্মসূচী কর্তৃক প্রণীত রোড ম্যাপ সফল করার উদ্দেশ্যে একটি Action Plan প্রণয়ন করা হয়েছে। সংযুক্ত Action Plan এ বর্ণিত নির্ধারিত সময়সীমার মধ্যেমে আবশ্যিকভাবে বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
নং.০৭.০৩.০০০০.০০৩.১৪.৪০৮.১৬.৯৬৩; তারিখ: ১৩/১২/২০২০
অফিস আদেশ
সরকারের আর্থিক ব্যবস্থাপনা সুসংগত করার নিমিত্ত সরকারি গেজেটেড কর্মচারীদের ন্যায় সকল নন-গেজেটেড কর্মচারীদের বেতন ভাতা অনলাইনে দাখিল ও ইলেকট্রনিক্স ফান্ড ট্র্যন্সফার (EFT) -এর মাধ্যমে পরিশোধের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে প্রেক্ষিতে সকল নন-গেজেটেড কর্মচারীদের Online Pay bill Submission ও EFT -এর মাধ্যমে (DDO Module ব্যবহার করে) বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে SPFMS কর্মসূচী কর্তৃক প্রণীত রোড ম্যাপ সফল করার উদ্দেশ্যে একটি Action Plan প্রণয়ন করা হয়েছে। সংযুক্ত Action Plan এ বর্ণিত নির্ধারিত সময়সীমার মধ্যেমে আবশ্যিকভাবে বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(মো: মামুন উল মান্নান)
অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)
ফোন: ৯৩৬০৮৫১
ইএফটি Action Plan এ বর্ণিত নির্ধারিত সময়সীমায় আবশ্যিকভাবে বাস্তবায়নের নির্দেশনা Road Map সহ: ডাউনলোড