সরকারের উপসচিব (ক্যাডার বর্হিভূত) পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব, ক্যাডার বর্হিভূত) নিয়োগ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
সচিবালয় অধিশাখা
নং-০৫.০০.০০০০.১৩০.১২.০১৪.২০.২৩৩; তারিখ: ২৩ মে ২০২১
প্রজ্ঞাপন
নিম্নে বর্ণিত কর্মকর্তাবৃন্দকে সরকারের উপসচিব (ক্যাডার বর্হিভূত) পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব, ক্যাডার বর্হিভূত) নিয়োগ করা হলো:
ক্রমিক নং | কর্মকর্তার নাম, পদবি ও বর্তমান কর্মস্থল |
০১ | জনাব মোহাম্মদ শহীদুল্লাহ (১১১৫৫) সিনিয়র সহকারী সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় |
০২ | জনাব মোঃ সিদ্দিকুর রহমান (১১১৭০) সহকারী পরিচালক, আইএমইডি, ঢাকা |
০৩ | জনাব মো: আউউদ্দিন চৌধুরী (১১১৭১) সিনিয়র সহকারী সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় |
০৪ | জনাব মো: শাহজাহান (১১১৮৩) সিনিয়র সহকারী সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় |
০৫ | জনাব মো: মাসুদুর রহমান (১১১৯৪) সিনিয়র সহকারী সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় |
০৬ | জনাব মো: নজরুল ইসলাম (১১১৯৮)সিনিয়র সহকারী সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয় |
০৭ | জনাব মো: রেজাউল করিম (১১২০১) সিনিয়র সহকারী সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত। |
এছাড়া আরও দু’জন কর্মকর্তা।
০২। উপসচিব (ক্যাডার বর্হিভূত) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের যোগদানপত্র email: sa1@mopa.gov.bd এ প্রেরণ করবেন।
০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
মুহাম্মদ আব্দুল লতিফ
উপসচিব
ফোন: ৯৫৭৪৫৫৮
উপসচিব পদে পদোন্নতি (ক্যাডার বহির্ভূত) : ডাউনলোড
ভালো লাগলো
thanks for sharing