মিজ নামিরা নুজাইমা একজন কন্ঠশিল্পী। তার নিজস্ব একটি গানের দল রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে তিনি তার দল নিয়ে গান পরিবেশনের মাধ্যমে আয় করে থাকেন। ১ জুলাই ২০২১ হতে ৩০ জুন ২০২২ পর্যন্ত সময়ে তার আয় ও ব্যয়ের পরিসংখ্যান ছিল এ রকম:
বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে প্রাপ্তি ছিল ১০,০০,০০০ টাকা।
তার নিজস্ব দলে ৩ জন সহশিল্পী, ৩ জন যন্ত্রশিল্পী, ২ জন তবলচী রয়েছে। তাদেরকে বেতন বাবদ প্রদান করা হয়েছিল:
বেতন খরচ
০৩ জন সহ শিল্পী ৩*৬০০০*১২ = ২,১৬,০০০/-
০৩ জন যন্ত্রশিল্পী ও অন্যান্য ৩*৫০০০*১২ মাস = ১,৮০,০০০/-
২ জন তবলচী ২*৩০০০*১২ মাস = ৭২,০০০/-
শিল্পীদের ড্রেস ও যাতায়াত বাবদ খরচ ছিল যথাক্রমে ১৫,০০০ টাকা ও ২,০০০ টাকা।
২০২১-২০২২ কর বছরে মিজ নামিরার মোট আয় ও প্রদেয় আয়কর হবে নিম্নরূপ:
সংগীত পরিবেশন হতে গ্রস প্রাপ্তি-১০,০০,০০০/-
বাদ: ব্যয় সমূহ (যাচাইযোগ্য প্রমানাদি দাখিল সাপেক্ষে)
১। বেতন বাবদ:
সহশিল্পী -২,১৬,০০০/-
তবলচী-৭২,০০০/-
যন্ত্রশিল্পী ও অন্যান্য ১,৮০,০০০/-
বেতন ভাতাদি বাবদ উপমোট = ৪,৬৮,০০০/-
২। ড্রেস ও যাতায়াত-১৭,০০০/-
ড্রেস ও যাতায়াত বাবদ উপমোট ৪,৮৫,০০০/-
মোট আয় : ১০,০০,০০০-৪,৮৫,০০০ = ৫,১৫,০০০/-
করদায় পরিগণনা:
প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর-শুন্য
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ৫% হারে ৫,০০০/-
অবশিষ্ট ৬৫,০০০ টাকার উপর ১০% হারে -৬,৫০০/-
মোট প্রদেয় কর-১১,৫০০ টাকা মাত্র।
একজন শিল্পীর আয় এবং কর পরিগণনা : ডাউনলোড