ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

প্রনয়নকৃত কর্মসূচীর স্কিম বাস্তবায়ন পদ্ধতি।

অনুমোদিত কর্মসূচির আওতায় স্কিম চিহ্‌নতকরণ, প্রণয়ন, যাচাই, অনুমোদিত/সংশোধন, বাস্তাবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি।

সরকার বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সমন্বয়হীনতা ও দ্বৈততা ক্রমান্বয়ে দূর করার লক্ষ্যে একক বাজেট (Single Budget) পদ্ধতিতে বিভিন্ন কর্মসূচি বাস্তায়নের প্রক্রিয়া চালু করেছে। একক বাজেট পদ্ধতিতে নির্দিষ্ট মেয়াদে বাস্তাবায়নের জন্য গৃহীত কর্মসূচীতে সংশ্লিষ্ট দপ্তর/সংস্থাসমূহের নিয়মিত বাজেটের আওতাভূক্ত কার্যক্রম সমূহ এবং অনাবর্তক প্রকৃতির বিনিয়োগ সংক্রান্ত ও সংস্কারধর্মী বিভিন্ন টাস্ক/কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

মাননীয় অর্থ মন্ত্রীর অনুমোদনের মাধ্যমে কর্মসূচীর স্কিম প্রনয়ন ও বাস্তবায়ন পদ্ধতি । 

২.০ স্কিম চিহ্নিতকরণ
২.১ স্কিমের খসড়া তালিকা প্রনয়ন
২.২ কার্যক্রম এবং ফলাফল লক্ষ্যমাত্রা নির্ধারণ
২.৩ স্কিমের তালিকা প্রনয়ন
২.৪ স্কিম গ্রহণের সম্ভাব্যতা যাচাই
৩.০ স্কিম প্রনয়ন
৩.১ স্কিম প্রণয়নের দায়িত্ব
৩.২ স্কিম প্রনয়নের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ
৩.২.১ ব্যয়সীমা
৩.২.২ মেয়াদ
৩.২.৩ জনবল
৩.২.৪ আউটসোসিং এর মাধ্যমে সেবা গ্রহণ
৩.২.৫ পরামর্শক

৩.২.৬ মেরামত ও সংরক্ষণ/সংস্কার
৩.২.৭ যানবাহন
৩.২.৮ প্রশিক্ষণ
৩.২.৯ সুবিধভোগী
৩.২.১০ ভূমি অধিগ্রহণ
৩.২.১১ অর্থায়ন ও ব্যয় প্রাক্কলন
৩.২.১২ ব্যয় প্রাক্কলনে সম্ভাব্য মূল্যস্ফিতি বিবেচনায়
৩.২..১৩ পরিবেশগত ছাড়পত্র
৩.২.১৪ ক্রয়/সংগ্রহ পরিকল্পনা
৪.০ স্কিম যাচাই ও অনুমোদন
৪.১ অনুমোদনের ক্ষমতা
৪.২ স্কিম
৪.৩ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

বিস্তারিত জানতে অনুমোদিত কর্মসূচির আওতায় স্কিম চিহ্‌নতকরণ, প্রণয়ন, যাচাই, অনুমোদিত/সংশোধন, বাস্তাবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *