মাসিক কল্যাণ ভাতা – সােনালী ব্যাংক লি. এর সকল শাখায় সেবা কার্যক্রম অনলাইনে এবং EFT এর মাধ্যমে সম্পাদন করা হচ্ছে বিধায় যে কোন শাখায় কল্যাণভাতার অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা সম্ভব হবে। সে ক্ষেত্রে কল্যাণভাতা অনুদানের আবেদন অন্য বিভাগে প্রেরণ করার প্রয়ােজন নেই।

ইতোপূর্বে একটি শীটের মাধ্যমে প্রতিমাসে মাসিক কল্যাণ ভাতা প্রতিমাসে প্রদান করা হত। বর্তমানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে কল্যাণ ভাতা পাবেন ভাতাভোগীগণ। এতে করে ১-২ হাজার টাকা উত্তোলনের জন্য প্রতিমাসে ব্যাংকে ভীড় করতে হবে না।

অন্যদিকে অক্ষম কর্মচারী বা পরিবারিক ভাতা ভোগীদের মূল কর্মচারীর সর্বশেষ কর্মস্থল অনুযায়ী মাসিক কল্যাণ, যৌথবীমা ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদানের কার্যক্রম সম্পাদন করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে ২৭/০২/২০২২ তারিখের পত্রের মাধ্যমে।

কল্যাণ, যৌথবীমা ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান মঞ্জুরি সংক্রান্ত

পরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ড বিভাগীয় কার্যালয়, ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/সিলেট/রংপুর/বরিশাল/ময়মনসিংহ এ সুবিধার আওতায় আসবে।

মাসিক কল্যান ভাতার আবেদন ২০২২

ক্যাপশন: কল্যাণ, যৌথবীমা ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান মঞ্জুরি সহজীকরণ আদেশ।

আর কি কি ধরনের ভাতা ইএফটি’র মাধ্যমে দেওয়া হচ্ছে?

  1. সাধারণ চিকিৎসা সাহায্য
  2. মাসিক কল্যাণ/ যৌথবীমা/ দাফন/ অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান
  3. মামলাজনিত কারনে সাহায্য
  4. জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা সাহায্য
  5. কমিউনিটি সেন্টার/ক্লাবকে বার্ষিক অনুদান

সব ধরনের আর্থিক সাহায্যের আবেদনও কি অনলাইনে করা যায়?

কল্যাণভাতা, যৌথবীমা ও দাফন অনুদানের অনলাইন আবেদন এবং  শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন বর্তমানে অনলাইনে দাখিল করা যায়। সাধারণ চিকিৎসা বা জটিল চিকিৎসা বা আর্থিক সাহায্যের আবেদন এখনও অনলানে দাখিল করা যায় না।