বাংলাদেশ বেতারের চলমান নিরীক্ষা আপত্তি নিরসনকল্পে এবং চিফ একাউন্টস ও ফিন্যান্স অফিসার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর সাথে আলােচনার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ বেতারের মােটর চালকগণের অধিকাল ভাতা তাদের স্ব স্ব মূল বেতনের অতিরিক্ত প্রদান না করার জন্য এতদ্বারা বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র/ইউনিট/দপ্তর প্রধানগণকে নির্দেশ প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ বেতার
সদর দপ্তর ৩১, সৈয়দ মাহবুব মাের্শেদ সরণি শের-ই বাংলা নগর,
আগারগাঁও, ঢাকা-১২০৭।
www.betar.gov.bd
নম্বর: ১৫.৫৩.০০০০.০১৫.২৬.০৬৫.২১০ তারিখ: ১০/১১/২০২১ খ্রিস্টাব্দ।
দপ্তর আদেশ
বাংলাদেশ বেতারের চলমান নিরীক্ষা আপত্তি নিরসনকল্পে এবং চিফ একাউন্টস ও ফিন্যান্স অফিসার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর সাথে আলােচনার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ বেতারের মােটর চালকগণের অধিকাল ভাতা তাদের স্ব স্ব মূল বেতনের অতিরিক্ত প্রদান না করার জন্য এতদ্বারা বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র/ইউনিট/দপ্তর প্রধানগণকে নির্দেশ প্রদান করা হলাে।
আহম্মদ কামরুজ্জামান
মহাপরিচালক (চলতি দায়িত্ব)
ফোনঃ 88৮১৩০৬২
গাড়ি চালকগণের অধিকাল ভাতা স্ব স্ব মূল বেতনের অতিরিক্ত প্রদান না করা সংক্রান্ত: ডাউনলোড