পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

গ্রস পেনশন ৭৭,০০০ টাকার উর্ধ্বে হতে পারবে না ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্র্রবিধি শাখা-১
নং ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৫.১৪-২৬
তারিখ: ০৯-০৩-২০১৬ খ্রি: / ২৬-১১-১৪২২ বঙ্গাব্দ

চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ প্রবর্তনের পরিপ্রেক্ষিতে, অর্থ বিভাগের প্রজ্ঞাপন নং ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৫.১৪-০৬; তারিখ: ২৮-০১-২০১৬ খ্রি: এর আংশিক সংশোধনপূর্বক গ্রস পেনশনের সর্বোচ্চ পরিমাণ ৭০,২০০/- টাকার স্থলে ৭৭,০০০/- (সাতাত্তর হাজার) টাকা নির্ধারণে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

২। এ আদেশ ০১-০৭-২০১৫ খ্রি: তারিখ হতে অকার্যকর হয়েছে বলে গন্য হবে।

৩। এ প্রজ্ঞাপনে যে সংশোধনের উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট বিধি অনুরূপভাবে সংশোধিত হয়েছে বলে গন্য হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,
(মো: শাহজাহান)
যুগ্ন-সচিব)

পরিশেষে, পরামর্শ হলো আপনি উক্ত তথ্যগুলো জানুন এবং অপরকে জানান। আরও কোন তথ্য জানার থাকলে ইমেইল করুন: alaminmia.tangail@gmail.com এ।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *