শুধু সরকারের মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সরকারের সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিব এবং পিআরএল ভোগরত/ওএসডি/চুক্তিভিত্তিক নিয়োজিত সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদার কর্মচারীগণকে কুক এলাউন্স এবং শর্ত সাপেক্ষে সিকিউরিটি এলাউন্স প্রাপ্ত হবেন মর্মে উল্লেখ থাকায় গ্রেড-১ পদধারী কর্মকর্তাগণ এ সুবিধা (সিকিউরিটি ও কুক এলাউন্স) প্রাপ্ত হবেন না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-৩ শাখা
www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১৭৩.৪৫.০৭৪.২০.৪৯; তারিখ: ০১/০৬/২০২১
বিষয়: “সিকিউরিটি ও কুক এলাউন্স” বিষয়ে মতামত প্রদান।
সূত্র: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০০৯.১৯.০০১.২০.২৫৯; তারিখ: ২৯/০৩/২০২১ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অর্থ বিভাগের সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ০৮/১০/২০১৭ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১১০.০০.০১৭.১৫.১৬০৭ নং পরিপত্রে শুধু সরকারের মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সরকারের সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিব এবং পিআরএল ভোগরত/ওএসডি/চুক্তিভিত্তিক নিয়োজিত সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদার কর্মচারীগণকে কুক এলাউন্স এবং শর্ত সাপেক্ষে সিকিউরিটি এলাউন্স প্রাপ্ত হবেন মর্মে উল্লেখ থাকায় গ্রেড-১ পদধারী কর্মকর্তাগণ এ সুবিধা (সিকিউরিটি ও কুক এলাউন্স) প্রাপ্ত হবেন না।
(শামীম বানু শান্তি)
সিনিয়র সহকারী সচিব
গ্রেড-১ পদধারী কর্মকর্তাগণ “সিকিউরিটি ও কুক এলাউন্স’ প্রাপ্ত হবেন না: ডাউনলোড