সরকারি চাকুরীর বিধি বিধাণ খুবই কঠোর, মাত্র ১ মাসের অননুমোদিত ছুটি কাটানোর কারণে চলে যেতে পারে আপনার এতে কষ্টে পাওয়া চাকুরি। তাই সরকারি বিধি বিধানকে মেনে চলার চেষ্টা করুন।
- অননুমোতি ১ মাস ছুটি কাটানো হয়েছিল।
- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী।
- অপরাধ প্রমানিত।
- পারিবারিক কারণ গ্রহণ করা হয়নি।
- সাময়িক বরখাস্তের পরে অভিযোগ প্রমানিত হওয়ায় চাকুরি হতে ডিসমিস।
বিস্তারিত জানতে মাত্র ১ মাস অননুমোদিত ছুটি কাটানোর কারণে চলে গেল চাকুরি এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখুন: ডাউনলোড
- মহার্ঘ ভাতার আপডেট ২০২৫ । সুশীল সমাজ ও অযৌক্তিক মন্তব্যের পক্ষে কি সরকার অবস্থান নিচ্ছে?
- NON Govt. Teacher Pension Facilities 2025 । বেসরকারি শিক্ষক অবসরে এককালীন আর্থিক সুবিধাদির কি কি পাওয়া যায়?
- বেসরকারি শিক্ষক অবসর কল্যাণ ভাতার হিসাব ২০২৫ । বর্তমানে এবং ৫ ও ১০ বছর পরে কল্যাণ ও অবসর সুবিধা প্রাপ্তির তুলনামূলক বিবরণী
- সরকারি ড্রাইভার ওভার টাইম ২০২৫ । মাসিক ২৫০ ঘন্টা পর্যন্ত অধিকাল ভাতা প্রাপ্য হবেন?
- Govt. Driver Overtime 2025 । ড্রাইভারদের অধিকাল ভাতা হিসাব করার নিয়ম কি?