অবসর গ্রহণের এক হইতে দুই বৎসরের মধ্যে চুক্তিভিত্তিক নিয়ােজিত হইলে উল্লিখিত ২১-১-৮৫ইং তারিখের স্মারকে প্রদত্ত সুবিধার অর্ধেক অর্থাৎ ৬ (ছয়) মাসের মূল বেতনের সমপরিমাণ এককালীন নগদ অর্থ গ্রহণ করিত পারিবেন না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বিধি শাখা-২ নং-অম/অবি/প্রবি-২/ছুটি-১৬/৮৪/(অংশ)/২০৫ তারিখ: ৩০-১০-৮৫
অফিস আদেশ
বিষয়: চুক্তিভিত্তিক নিয়ােজিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/ কর্মচারীদিগকে অর্থ বিভাগের ২১-১-৮৫ইং তারিখের স্মারকের আওতায় ছুটির পরিবর্তে নগদ অর্থ প্রদান প্রসঙ্গে।
আদিষ্ট হইয়া জানান যাইতেছে যে, অর্থ বিভাগ কর্তৃক ২১-১-৮৫ইং তারিখে জারিকৃত স্মারক নম্বর অম/অবি/ প্রবি২/ ছুটি-১৬/৮৪/৯ আংশিক সংশােধনপূর্বক সরকার চুক্তিভিত্তিক নিয়ােজিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/ কর্মচারীদিগকে উল্লিখিত অর্থ বিভাগের ২১-১-৮৫ইং তারিখের স্মারকের আওতায়, পাওনা সাপেক্ষে, ছুটির পরিবর্তে নগদ অর্থ প্রদান প্রসঙ্গে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন:
ক) ২-৬-৮৩ হইতে ১-৬-৮৪ইং তারিখ পর্যন্ত অবসরপ্রস্তুতি ছুটি ভােগরত আবস্থায় চুক্তিভিত্তিক নিয়ােজিত সরকারি কর্মকর্তা/ কর্মচারী যাহারা চুক্তিভিত্তিক নিয়ােজিত না হইলে ১-৬-৮৪ইং তারিখ অবসরপ্রস্তুতি ছুটিতে থাকিতেন তাঁহাদিগকে উল্লিখিত ২১-১-৮৫ইং তারিখের স্মারকের আওতায় ছুটির বদলে (প্রাপ্যতা সাপেক্ষে) নগদ অর্থ প্রদান করা যাইতে পারে।
খ) ১লা সেপ্টেম্বর ১৯৮৫ তারিখ অথবা উহার পূর্বে যাহারা অবসর গ্রহণপূর্বক চুক্তিভিত্তিক নিয়ােজিত হইয়াছেন শুধুমাত্র তাঁহারাই উল্লিখিত ২১-১-৮৫ইং তারিখের স্মারকে প্রদত্ত সুবিধা পাইবেন।
গ) ১লা সেপ্টেম্বর ১৯৮৫ তারিখের পরে অবসর গ্রহণের ১ (এক) বৎসরের মধ্যে যাঁহারা চুক্তিভিত্তিক নিয়ােজিত হইবেন, তাঁহারা উল্লখিত ২১-১-৮৫ইং তারিখের স্মারকে প্রদত্ত সুবিধা পাইবেন না। কেউ ইতােমধ্যে এইরূপ এককালীন নগদ অর্থ গ্রহণ করিয়া থাকিলে উহা ফেরত দিতে হইবে।
ঘ) অবসর গ্রহণের এক হইতে দুই বৎসরের মধ্যে চুক্তিভিত্তিক নিয়ােজিত হইলে উল্লিখিত ২১-১-৮৫ইং তারিখের স্মারকে প্রদত্ত সুবিধার অর্ধেক অর্থাৎ ৬ (ছয়) মাসের মূল বেতনের সমপরিমাণ এককালীন নগদ অর্থ গ্রহণ করিত পারিবেন না।
এ, কে, এম, রশিদ উদ্দিন
উপ-সচিব
ফোন: ৪১৪৫২১
চুক্তিভিত্তিক নিয়ােজিত অবসর আওতায় ছুটির পরিবর্তে নগদ অর্থ প্রদান সংক্রান্ত: ডাউনলোড