রোগ ব্যাধি । চিকিৎসা। প্রতিকার

জরিমানা ব্যতীত গাড়ির কাগজপত্র হাল নাগাদ করণের সুযোগ!

গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালানাগাদ করার নিমিত্ত নিম্নোক্ত শর্ত সাপেক্ষে সুযোগ প্রদান করা হলো ৩১/১২/২০২০ পর্যন্ত।

 

বাংলাদেশ গেজেট, বুধবার, জুলাই ৮, ২০২০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

বিআরটিএ সংস্থাপন শাখা

প্রজ্ঞাপন

তারিখ: ০৮ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ/২২ জুন ২০২০ খ্রিব্দাব্দ

নং ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩.২৩৭-অর্থ বিভাগের ১৫-০৬-২০২০ তারিখের ০৭.০০.০০০০.১৪৪.৩২.১০৮.১১.২০ সংখ্যক স্মারকের সম্মতির প্রেক্ষিতে গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালানাগাদ করার নিমিত্ত নিম্নোক্ত শর্ত সাপেক্ষে সুযোগ প্রদান করা হলো:

(ক) এ বিভাগের ২০-০১-২০২০ তারিখের ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩.৩৪ সংখ্যক প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এ সময় সীমা আগামী ৩১-১২-২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

(খ) বিআরটিএ সড়ক পরিবহণ মালিকদের উদ্দেশ্যে ব্যাপক প্রচারের মাধ্যমে আগামীতে খেলাপী যানবাহন মালিকদের আর কোন সুযোগ দেয়া হবে না মর্মে অগ্রিম ঘোষণা প্রচার করবে।

২। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মো: জসিম উদ্দিন

সহকারী সচিব

 

জরিমানা ব্যতীত গাড়ির কাগজপত্র হাল নাগাদ করণের সুযোগ: ডাউনলো

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *