জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

পিআরএল কালীন মৃত্যুতে সর্বোচ্চ ছয় মাসের সুদ প্রাপ্য।

হিসাব মহা নিয়ন্ত্রক মহোদয়ের সদয় অনুমােদনক্রমে সিএওটএন্ডটি কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ত্রুর নিরীক্ষা ও হিসাব রক্ষণ অফিসার সিএটির চট্টগ্রাম জনাব সুনীল কান্তি বিশ্বাস ১২.০৫.২০০২ইং তারিখে মৃত্যুবরণ করায় তাহারা বিধবা স্ত্রী জনাব সুপ্তি চৌধুরী এর আবেদনের প্রেক্ষিতে জিপিএফ বিধি ১৯৭৯ সনের ৬(১) ও ১২(৪) ধারা মােতাবেক মরহুমের জিপিএ হিসাব নং III/অডিট:৭৩৯৯ তে বঞ্চিত সমুদয় অর্থ তাহার বিধবা স্ত্রীর অনুকূলে চূড়ান্তভাবে উত্তোলনের অনুমতি প্রদান করা হইল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয়

সচিবালয় ভবন, তৃতীয় ফেজ

সেগুনবাগিচা, ঢাকা।

নং-সিজিএ/গ্র-১/এএওজিপিএফ ৩০১২১০৪ তারিখ: ২৩°০৮:২০০৩খ্রি:

১। হিসাব মহা নিয়ন্ত্রক মহোদয়ের সদয় অনুমােদনক্রমে সিএওটএন্ডটি কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ত্রুর নিরীক্ষা ও হিসাব রক্ষণ অফিসার সিএটির চট্টগ্রাম জনাব সুনীল কান্তি বিশ্বাস ১২.০৫.২০০২ইং তারিখে মৃত্যুবরণ করায় তাহারা বিধবা স্ত্রী জনাব সুপ্তি চৌধুরী এর আবেদনের প্রেক্ষিতে জিপিএফ বিধি ১৯৭৯ সনের ৬(১) ও ১২(৪) ধারা মােতাবেক মরহুমের জিপিএ হিসাব নং III/অডিট:৭৩৯৯ তে বঞ্চিত সমুদয় অর্থ তাহার বিধবা স্ত্রীর অনুকূলে চূড়ান্তভাবে উত্তোলনের অনুমতি প্রদান করা হইল।

২। উল্লেখ্য, সিএএজি কার্যয়ের ১৪-০৮-১৯৯৬ তারিখের সিএপ্তি/প্রাে-১/২৬৪ (প্রথম খন্ড)/৩৫০নং স্মারক মােতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তার মৃত্যুর তারিখ অর্থাৎ ১২/০৫/২০০২ তারিখ হইতে সর্বোচ ৬ (ছয়) মাসের সুদ প্রাপ্য হইবেন।

(নুসরাত ফেরদৌসী)

সহকারী হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন)

ফোন: ৯৩৮৫৪৯

পিআরএল কালীন মৃত্যুতে সর্বোচ্চ ছয় মাসের সুদ প্রাপ্য: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *