পুরাতন এসিআর বা বার্ষিক গোপনীয় প্রতিবেদন ফরম ব্যবহার করা যাবে না – প্রতিবছর মার্চ- এপ্রিলের মধ্যে সদর দপ্তরে এসিআর প্রেরণ করতে হয়– নতুন এসিআর ফরম ব্যবহারের নির্দেশনা ২০২৪
এসিআর লেখার নিয়ম – অনুবেনাধীন কর্মকর্তা অনুবেদন ফরম যথাসময়ে পূরণ করে একটি অগ্রগামী পত্রের মাধ্যমে অনুবেদকের নিকট উপস্থাপন করবেন এবং অগ্রগামী পত্রের একটি অনুলিপি ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট সরাসরি প্রেরণ করবেন। অনুবেদনকারী তাহার জন্য অনুবেদনের নির্ধারিত অংশগুলি যথাসময়ে পূরণ করে অনুরূপ অগ্রগামী পত্র দ্বারা প্রতিস্বাক্ষরকারীর নিকট প্রেরণ করবেন এবং ইহার একটি অনুলিপি ডোসিয়ার হেফাজতকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন। এসিআর লেখার নিয়ম।
গােপনীয় অনুবেদন ফর্ম এবং এ সংক্রান্ত ২০১২ সনের অনুশাসনমালা বিগত ০৭ জানুয়ারি, ২০২১ সালে গেজেটের মাধ্যমে বাতিলপূর্বক নতুন গােপনীয় অনুবেদন ফর্ম এবং গােপনীয় অনুবেদন অনুশাসনমালা ২০২০ জারি করা হয়েছে। গােপনীয় অনুবেদন ফর্মটি ০২ জুন, ২০২১ তারিখে পূণর্বিন্যাসপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) আপলােড করা হয়েছে। নতুন ফর্ম এবং অনুশাসনমালা অসামরিক প্রশাসনে নিয়ােজিত ৯ম গ্রেড ও তদূর্ধ্ব প্রায় সকল কর্মকর্তার ক্ষেত্রে প্রযােজ্য। গোপনীয় অনুবেদন অনুশাসনমালা ২০২০
প্রাপ্ত বিভিন্ন তথ্য পর্যালােচনা করে আশংকা করা যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তর/ অধিদপ্তর/সংস্থা/প্রতিষ্ঠানে অনেক কর্মকর্তা বাতিলকৃত ফর্মে ২০২১ সনের এসিআর দাখিল করেছেন। বাতিলকৃত ফর্মে কিন্তু যথাসময়ে দাখিল করা এ বিপুল সংখ্যক কর্মকর্তার এসিআর নাকচ করা হলে তাদের পদোন্নতি ও পদায়ন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুনর্বিন্যাসকৃত গোপনীয় অনুবেদন ফর্ম [উভয় পৃষ্ঠায় A4 সাইজ কাগজ)]
এমতাবস্থায়, ০২ জুন, ২০২১ তারিখের পূর্বের ফর্মে দাখিলকৃত এসিআরসমূহ বাতিলপূর্বক বিশেষ বিবেচনায় নিম্নবর্ণিত পদ্ধতিতে গড় নম্বর প্রদানের জন্য সংশ্লিষ্ট ডােসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হলাে। উল্লেখ্য, এ বিধান কেবলমাত্র ২০২১ সনের এসিআরের ক্ষেত্রে প্রযােজ্য হবে।
এসিআর নির্ধারিত সময়ে প্রেরণ করতে হয় / এসিআর নিরপেক্ষ ও শাস্ত অবস্থায় লিখতে হয়।
রাগের বশবর্তী হয়ে এসিআর লিখতে হয় না। এসিআর এ বিরূপ মন্তব্য প্রদানের কৈফিত দিতে হয়।
Caption: Staff and officer ACR Form Download Link
ACR বা বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংক্রান্ত যাবতীয় নির্দেশনা ও নীতিমালা
পূর্ববর্তী এসিআর না থাকলে করণীয় কি?
এসিআর লেখক – অনুবেদনাধীন কর্মচারী কর্তৃক যথানিয়মে যথাসময়ে দাখিল করা হলে প্রমাণক যাচাই অন্তে তাঁর কোনাে ত্রুটি না থাকলে তাকে অব্যাহতি প্রদানপূর্বক তাঁর পূর্ববর্তী ০৩ (তিন) বছরের প্রাপ্ত এসিআর এর গড় নম্বর প্রদান করবেন। তবে পূর্ববর্তী এসিআর এর সংখ্যা ০৩ (তিন) বছরের কম হলে প্রাপ্ত এসিআর এর ভিত্তিতে গড় নম্বর প্রদান করতে হবে। অনুচ্ছেদ ‘ক’ অনুযায়ী অনুবেদনাধীন কর্মচারীর পূর্ববর্তী কোনাে এসিআর না থাকলে ৯৪ (চুরানব্বই) নম্বর প্রদান করতে হবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমােদন রয়েছে।