সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

নামের পূর্বে সম্ভাষণ “জনাব” নাকি “বেগম” হবে।

বাংলাদেশী নাগরিকগণ (পুরুষ ও মহিলা) তাহাদের নামের পূর্বে কি ব্যবহার করিতে পারিবেন (জনাব/বেগম) এই সংক্রান্ত কোন সরকারী সিদ্ধান্ত, আইন/বিধি, সার্কুলার আছে বলিয়া জানা নাই।

উল্লেখ্য জানামতে প্রচলিত প্রথা অনুযায়ী সাধারণত: বাংলাদেশের “পুরুষ” নাগরিকের নামের পূর্বে “জনাব” এবং “মহিলা” নাগরিকের নামের পূর্বে “বেগম” ব্যবহার করা হইয়া থাকে।

আরো উল্লেখ্য সুনির্দিষ্ট কোন আইন/বিধি ইত্যাদির অবর্তমানে প্রথা প্রাধান্য পায়।

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “নামের পূর্বে সম্ভাষণ “জনাব” নাকি “বেগম” হবে।

  • ধন্যবাদ। আপনার তথ্য আমাদের অনেক কাজে লাগছে। তথ্যের উপযুক্ত রেফারেন্স, রেফারেন্স নম্বর ও পিডিএফ পেলে খুবই উপকার হত।

  • সম্ভাষণ সম্পর্কে কোন আদেশে গেজেট নেই। এটি প্রচলিত বিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *