সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

কেরানি নয় কর্মচারীদের সঠিক পদবী অনুযায়ী সম্বোধন করুন।

ইদানিং লক্ষ্য করা যায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন দপ্তরে উচ্চমান সহকারি /উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক/ ক্যাশিয়ার/কম্পিউটার অপারেটর/ডাটা এন্ট্রি অপারেটর/অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/ হিসাব সহকারীকে কেরাণী বলে সম্বোধন করা হয় যা গ্রহণযোগ্য নয় ও শ্রুতিকটু।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিভাগীয় উপপরিচালকের কার্যালয়

প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ, ঢাকা।

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২০৭

dddhaka@gmail.com

স্মারক নং: ৩৮.১৫.০০০০.০০০.৯৯.০৭০.১৮.৪৯৬ তারিখ: ০৪ মার্চ ২০২০

বিষয়: কর্মচারীগণের সঠিক পদবী অনুযায়ী সম্বোধন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়েল পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ইদানিং লক্ষ্য করা যায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন দপ্তরে উচ্চমান সহকারি /উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক/ ক্যাশিয়ার/কম্পিউটার অপারেটর/ডাটা এন্ট্রি অপারেটর/অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/ হিসাব সহকারীকে কেরাণী বলে সম্বোধন করা হয় যা গ্রহণযোগ্য নয় ও শ্রুতিকটু।

এমতাবস্থায়, বর্ণিত পদধারী কর্মচারীগণকে সঠিক পদবী অনুযায়ী সম্বোধন করা জন্য অনুরোধ করা হলো।

(মো: ইফতেখার হোসেন ভূঁইয়া)

বিভাগীয় উপপরিচালক

প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ, ঢাকা।

প্রাপক: ঢাকা জেলার বিভিন্ন শিক্ষা অফিসার।

কেরানি নয় কর্মচারীদের সঠিক পদবী অনুযায়ী সম্বোধন করুন এ সংক্রান্ত অফিস আদেশ দেখুন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

One thought on “কেরানি নয় কর্মচারীদের সঠিক পদবী অনুযায়ী সম্বোধন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *