বাংলাদেশ সরকারের গণকর্মচারী ০৩ বছর অন্তর অন্তর ১৫ দিন শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ করে থাকেন। সাথে পেয়ে থাকেন বিদ্যামন মাসের মূল বেতনের সমপরিমান ভাতা।
- জনস্বার্থে সময় মতো শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ করতে না পারায় পরবর্তীতে ছুটি মঞ্জুরী পেয়ে থাকেন। এক্ষেত্রে তার যোগদান কাল হতে ০৩ বছর অতিক্রান্ত তারিখ শ্রান্তি বিনোদন তারিখ উল্লেখ্য না করে ভোগ শুরুর তারিখ অনেকের সার্ভিস বুকে এন্ট্রি দেওয়া হয় যা মারাত্মক ভুল।
- প্রাপ্যতার তারিখে ছুটি ভোগ করতে না পারলে দু/তিন মাস পরে ভোগ করে থাকলেও তার পরবর্তী প্রাপ্যতার তারিখ ০৩ বছর পূর্ন হওয়ার পরবর্তী দিন ধার্য করতে হবে।
- ১লা জুলাইয়ের আগে ছুটি প্রাপ্য হলেও ছুটি ভোগ বা ভাতা প্রাপ্যতার মঞ্জুরী জনস্বার্থে পরবর্তীতে ১লা জুলাইয়ের পরে মঞ্জুরী হলে ঐ তারিখের মুল বেতনের সমপরিমান ভাতা পাবেন।
- Sanchaypatro Required Paper List 2024 । সঞ্চয়পত্র ক্রয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদি যা যা লাগে
- Sanchaypatro Profit 2024 । সঞ্চয়পত্র যদি ৩ বছর ৩ মাস পরেই ভেঙ্গে ফেলি কত টাকা মুনাফা পাব?
- সম্পদের হিসাব ২০২৪ । হিসাব দাখিলের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে
- ভ্রমণ ভাতা টিএ/ডিএ বিল ২০২৪ । সরকারি ভ্রমণ বিল যেভাবে করবেন (সর্বশেষ আলোচনা সহ)
- সঞ্চয়পত্র ক্রয়ের সর্বোচ্চ সীমা ২০২৪ । একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকার সঞ্চয়পত্র কিনতে পারেন?
এ সংক্রান্ত আদেশটি নিম্নে হুবহু উপস্থাপন করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি শাখা-২
নং-অম(অবি)/প্রবি-২/ছুটি-৬/৮৬/২৮ তারিখ: ২০-০৩-১৯৮৯ খ্রি:
অফিস স্মারক
বিষয়: শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদান সংক্রান্ত।
নিম্নস্বাক্ষরকারী আদিষ্ট হইয়া জানাইতেছেন যে, অত্র বিভাগ কর্তৃক জারিকৃত ১৭-৩-১৯৭৯ তারিখের এস.আর.ও নং ৬১-এল/৭৯ এম এফ/আর II/এল-১/৭৮-৭১ বিজ্ঞপ্তিতে বর্ণিত শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্যতার ভিত্তি হিসাবে নিম্নলিখিত চার ধারণের তথ্য বিবেচনা করা হয় বলিয়া সরকারের গোচরীভূত হইয়াছে:-
১) চাকরিতে নিয়োগের তারিখ;
২) বিগত শ্রান্তি ও বিনোদন ছুটি শুরুর তারিখ;
৩) ছুটি শেষ হওয়ার পরের দিনের তারিখ;
৪) আবেদন পত্রের তারিখ।
এই চার ধরণের গণনার দরুণ সম্ভাব্য বিভ্রান্তি দূরীকরণার্থে নিম্নবর্ণিত স্পষ্টীকরণ প্রদান করা হইল:
ক) ছুটির প্রাপ্যতা সাপেক্ষে আবেদনকারীর আবেদনের তারিখ হইতে পরবর্তী তিন বৎসর হিসাব করিতে হইবে।
খ) কোন কর্মচারী যে মাসে ছুটিতে যাইবেন সেই মাসে যে মূল বেতন পাইবেন উহাই তাঁহার চিত্ত-বিনোদন ছুটির বিধিসম্মত এক মাসের বেতন বলিয়া গণ্য হইবে।
মো: সিরাজুল ইসলাম
সি: সহকারী সচিব (প্রবি-২)
শ্রান্তি বিনোদন ভাতা সংক্রান্ত শ্রান্তিবিনোদন ছুটির আদেশ দেখুন: ডাউনলোড
অত্যন্ত্ব গূরূত্বপূর্ণ একটি পোস্ট। আমাদের উপজেলায় শ্রান্তি ও বিনোদন ভাতা প্রতি ৪ বছর পর পর প্রদান করা হয়। যদিও এটি ৩ বছর পর পর পাবার কথা। অনেক ধন্যবাদ সরকারি চাকুরিজীবিদের জন্য এমন একটি গুরূত্বপূর্ণ পোস্ট আপলোড করবার জন্য।