সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

Family Sanchayapatra 2025 । পরিবার সঞ্চয়পত্রে ১ লক্ষ টাকা প্রতিমাসে ৯৪৪ টাকা?

পরিবার সঞ্চয়পত্র, পুন: প্রবর্তন ২০০৯ খ্রি: যাত্রা শুরু করে, এ স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্য। এটি মহিলাদের স্বাবলম্বী করার জন্যই সৃষ্টি করা হয়েছে। মহিলাদের সঞ্চয় প্রবণ করার জন্য এটি প্রণীত হয়েছে। ১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা; যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী (পুরুষ) নাগরিক এ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন-Family Sanchayapatra 2025

পরিবার সঞ্চয়পত্রে এখন তিন ধরনের রেট প্রযোজ্য? হ্যাঁ। পরিবার সঞ্চয়পত্র-১৮ বা তদুর্ধ্ব বয়সের মহিলা, ৬৫ বা তদুর্ধ্ব বয়সের পুরুষ, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির নামে ক্রয় করা যাবে। যে কোন ব্যক্তির একক নামে প্রদেয় মুনাফা ক্রয় সময়কালের স্লাব/ধাপ অনুসারে নির্ধারিত হবে।অর্থাৎ যদি কোন ব্যক্তি ৯১২.০০ টাকা মাসিক মুনাফায় ০১/০১/২০২৫ এর পূর্বে ৫ লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন তবে তিনি ০১/০১/২০২৫ থেকে ৩০/০৬/২০২৫ সময়ে ২.৫ লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করলে পূর্বের ৫ লক্ষ টাকার জন্য ৮৬৪.০০ টাকা ও বর্তমান ২.৫ লক্ষের জন্য ৯৩৭.৫০ টাকা মুনাফা পাবেন।

পূর্বে যারা কিনেছেন তাদের রেট কি কমবে? না। আবার তিনি যদি ০১/০৭/২০২৫ থেকে পরবর্তী সময়ে আরো ১ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন তবে পূর্বের ২.৫ লক্ষ টাকার জন্য ৯২৭.৭৫ টাকা এবং বর্তমান ১ লক্ষের জন্য ৮৮৫.০০ টাকা মুনাফা পাবেন। বাকি ধাপ গুলো এভাবেই বিনিয়োগের পরিমানের উপর প্রযোজ্য হবে। একক নামে সর্বোচ্চ বিনিয়োগ সীমা ৫০ লক্ষ। ৪৫ লক্ষ পরিবার সঞ্চয় ও ৫ লক্ষ তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক বা ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় ক্রয় করতে পারবেন।৫ লক্ষ টাকার বেশী ক্রয়ের ক্ষেত্রে চলমান অর্থ বছরের আয়কর রিটার্ন বাধ্যতামূলক ।

বুড়ো মানুষ কি পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে? হ্যাঁ। বুড়ো পুরুষও কিনতে পারবে। মেয়াদ: ৫ বছর। মুনাফা প্রাপ্তি: প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগকারীর ব্যাংক হিসাবে জমা হবে। বিনিয়োগের ঊর্ধ্বসীমা: একক নামে ৪৫ লক্ষ টাকা। বিনিয়োগকারী: নারী, শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও নারী), এবং ৬৫ বছর বা তার বেশি বয়সের যে কোনো নাগরিক এই সঞ্চয়পত্র কিনতে পারেন।

পরিবার সঞ্চয়পত্র কেনার জন্য একটি নির্দিষ্ট ফরম পূরণ করতে হয়। এই ফরম জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে।

সঞ্চয়পত্র কেনার সময় গ্রাহক ও নমিনির পাসপোর্ট আকারের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, এবং গ্রাহকের ব্যাংক হিসাবের চেকের কপি প্রয়োজন হয়। যদি নমিনি নাবালক হন, তাহলে জন্ম নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে।

পরিবার সঞ্চয়পত্র কি পুরুষ কিনতে পারে?

না। পরিবার সঞ্চয়পত্র হল বাংলাদেশ সরকারের একটি বিশেষ সঞ্চয় প্রকল্প, যা বিশেষভাবে নারীদের জন্য তৈরি করা হয়েছে। এই স্কিমের আওতায় মহিলারা, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী যে কেউ একক নামে সঞ্চয়পত্র কিনতে পারেন। এখানে ৫ বছর মেয়াদে বিনিয়োগ করা যায় এবং প্রতি মাসে মুনাফা সরাসরি বিনিয়োগকারীর ব্যাংক হিসাবে জমা হয়। বর্তমানে, একক নামে সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র কেনা যায়। 

পরিবার সঞ্চয়পত্র পূর্বের মুনাফার হার কত? মেয়াদান্তে মুনাফার হার ১১.৫২%। মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র নগদায়ন করা যায়। মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ণ করলে ১ম বছরান্তে ৯.৫০% ২য় বছরান্তে ১০.০০% ৩য় বছরান্তে ১০.৫০% ৪র্থ বছরান্তে ১১.০০% মুনাফা প্রাপ্য হবেন। পূর্নমেয়াদের জন্য ১ (এক) লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফার কিস্তি সর্বোচ্চ ১১.৫২% হারে টাকা ৯৬০.০০ (নয়শত ষা) মাত্র প্রদেয় হবে। প্রযোজ্য ক্ষেত্রে উৎসে আয়কর কর্তন/ লেভী কর্তন করা হবে। আয়কর বাদে লাখে ৯১২ টাকা পাওয়া যাবে। কিন্তু যে ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা হবে, সেক্ষেত্রে বছর ভিত্তিক হারে মুনাফা প্রদেয় হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে।

১০ হাজার টাকা কি পরিবার সঞ্চয়পত্র কেনা যায়? হ্যাঁ।  ১০,০০০ টাকা; ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা। জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক, তফসিলী এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।মেয়াদ: ০৫ (পাঁচ) বছর। যারা ক্রয় করতে পারবেন: ক) ১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা; খ) যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং গ) ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী (পুরুষ) নাগরিক।

সর্বোচ্চ কত টাকার পরিবার সঞ্চয়পত্র কেনা যায়?

  • একক নামে সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) লক্ষ টাকা।
  • অন্যান্য উল্লেখযোগ্য বিষয়াবলী:
  • মাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয়;
  • নমিনী নিয়োগ করা যায়;
  • হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা যায়;
  • সঞ্চয়পত্র এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়।

সোনালি ব্যাংক হতে সঞ্চয়পত্র ক্রয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদি।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *