সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

পিইসি ও জেএসসি বৃত্তি প্রাপ্তদের অর্থ আসবে নিজ ব্যাংক একাউন্টে!

আগামী ৫/৬/২০২০ তারিখের মধ্যে MISE এ আপলোড করার জন্য নির্দেশ দেয়া গেল। উল্লেখ্য, MISE সফটওয়্যার মাউশি অধিদপ্তরের EMIS সেল হতে যথাসময়ে আপলোড করা হবে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

পরিকল্পনা ও উন্নয়ন শাখা

www.dshe.gov.bd

ঢাকা।

স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০৯.৯৯.০০১.২০.১৭; তারিখ: ১০ মে ২০২০

বিষয়: ২০১৯ সালে পিইসি ও জেএসসি পরীক্ষায় রাজস্ব খাতভূক্ত বৃত্তিপ্রাপ্ত (নিয়মিত) শিক্ষার্থীদের ব্যাংক হিসাব (Bank Account) খোলা প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে জানানো যাচ্ছে যে, পিইসি ও জেএসসি রাজস্ব খাতভূক্ত বৃত্তিপ্রাপ্ত (মেধা ও সাধারণ) শিক্ষার্থীদের বরাদ্দকৃত টাকা অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক জি.টু.পি (EF.T) এর আওতায় অনলাইনে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে (Bank Account) প্রেরণ করা হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণ ২০১৯ সালের পিইসি ও জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একক/ অভিভাবকদের যৌথ নামে বাংলাদেশে অনলাইন সুবিধা সম্পন্ন যে কোন তফসীলভূক্ত বানিজ্যিক ব্যাংকে আগামী ৩/৬/২০২০ তারিখের মধ্যে অনলাইন “স্কুল ব্যাংক হিসাব” / “ব্যাংক হিসাব” (Bank Account) খোলা এবং পরবর্তীতে উক্ত ব্যাংক হিসাব নম্বর আগামী ৫/৬/২০২০ তারিখের মধ্যে MISE এ আপলোড করার জন্য নির্দেশ দেয়া গেল। উল্লেখ্য, MISE সফটওয়্যার মাউশি অধিদপ্তরের EMIS সেল হতে যথাসময়ে আপলোড করা হবে।

 

তথ্য প্রেরণের ক্ষেতে নিম্নোক্ত বিষয়গুলো নিশ্চিত হয়ে আপলোড করতে হবে।

০১। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত / ধারাবাহিকভাবে অধ্যয়নরত আছে কিনা;

০২। পাঠ বিরতিধারী এবং মাদ্রাসা ও কারিগরী শিক্ষা বোড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ না করা;

০৩। শিক্ষার্থীদের নামীয় অনলাইন ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করা।

এ বিষয়ে কোন ধরনের ভূল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধানগণ ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

 

প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক

মহাপরিচালক।

২০১৯ সালে পিইসি ও জেএসসি বৃত্তি প্রাপ্তদের ব্যাংক হিসাব খোলা ও প্রেরণ সংক্রান্ত পত্র: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *