আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

প্রথম বারের মতো আয়কর রিটার্ণ দাখিলকারী নাগরিকের করদায় নির্ণয়।

মিস মাহিবা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন করদাতা। তিনি প্রথম বারের মতো আয়কর রিটার্ণ দাখিল করবেন। ২০২১-২০২২ কর বছরে তার মোট আয়ের পরিমাণ ৬,০০,০০০ লক্ষ টাকা। বিভিন্ন খাতে তার মোট বিনিয়োগের পরিমাণ নিম্নরূপ:

ক্রমখাতপরিমান টাকা
জীবন বীমার কিস্তি প্রদান৬০,০০০
ডিপোজিট পেনশন স্কীমে বিনিয়োগ৯০,০০০
সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ৫০,০০০
মোট বিনিয়োগ২,০০,০০০

মিস মাহিবার কর রেয়াত ও করদায়ের পরিমাণ নিম্নরূপ হবে:

১। কর রেয়াতযোগ্য বিনিয়োগ নির্ধারণ-

ক্রমখাতপরিমান টাকা
জীবন বীমার কিস্তি প্রদান৬০,০০০
ডিপোজিট পেনশন স্কীমে বিনিয়োগ (২ক ও ২খ এর মধ্যে যেটি কম)

২. ক) প্রকৃত বিনিয়োগ ৯০,০০০ টাকা

২. খ) অনুমোদনযোগ্য সীমা ৬০,০০০ টাকা

 

৬০,০০০
সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ৫০,০০০
মোট অনুমোদন যোগ্য বিনিয়োগ১,৭০,০০০

২। রেয়াদ পূর্ববর্তী করদায় নির্ধারণ:

প্রথম, ৩,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপরশুন্য
পরবর্তী ১,০০,০০০ টাকা আয়ের উপর ৫% হারে৫,০০০/-
পরবর্তী ১,৫০,০০০ টাকা আয়ের উপর ১০% হারে১৫,০০০/-
মোট২০,০০০/-

৩। রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক (eligible Amount) নির্ধারণ:

ক)মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ১,৭০,০০০/- 
খ)মোট আয়ের ৬,০০,০০০ টাকার ২৫%৫,৩৭,০০০/- 
গ)১,০০,০০,০০০/- (অনুমোদনযোগ্য বিনিযোগের সর্বোচ্চ সীমা) 
অনুমোদনযোগ্য অংক (Eligible Amount) [(ক) বা (খ) বা (গ), এই তিনটির মধ্যে যেটি কম]১,৫০,০০০/-

৪। করদাতার কর রেয়াতের পরিমাণ নির্ধারণ:

করদাতার মোট আয় ১৫ লক্ষ টাকার কম হওয়ায় রেয়াতের পরিমাণ হবে অনুমোদনযোগ্য অংক ১,৫০,০০০ টাকার ১৫% অর্থাৎ ২২,৫০০ টাকা।

৫। প্রদেয় কর নির্ধারণ:

করদাতার রেয়াত পূর্ববর্তী করদায়২০,০০০
প্রাপ্ত কর রেয়াত২২,৫০০
পার্থক্য(২,৫০০)

করদাতা যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা তাই তার প্রদেয় করের পরিমাণ ন্যূনতম ৫,০০০ টাকা হবে।

 

প্রথম বারের মতো আয়কর রিটার্ণ দাখিলকারী নাগরিকের করদায় নির্ণয়: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *