জাতীয় পরিচয়পত্র । জন্ম নিবন্ধন

প্রবাসীদের ভোটার হওয়ার নিয়ম ২০২৪ । বিদেশ থেকে ফিরেছেন, ভোটার হতে চান করণীয় জেনে নিন

বিদেশী নাগরিক হয়ে কি দেশের নাগরিক হওয়া যাবে – দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে নাগরিকত্ব বাতিলের নিয়ম কি? – প্রবাসীদের ভোটার হওয়ার নিয়ম ২০২৪

প্রবাসীর দেশে ফিরে ভোটার নিবন্ধন কিভাবে? –প্রবাসীদের জন্য প্রত্যেক দূতাবাস এ এন আইডি ফিঙ্গার ছবি দেয়ার সিস্টেম চালু রয়েছে যা অনেক সুবিধাজনক। তবে দেশে ফিরে ভোটার হতে চাইলে আপনাকে বেশ কিছু ডকুমেন্ট দাখিল করতে হবে। আপনি অনলাইনে নিবন্ধন কার্যক্রম বিদেশে থাকা অবস্থায় সেরে দেশে ফিরেই তালিকাভূক্ত ডকুমেন্ট সহ আবেদনপত্র প্রিন্ট করে জমা দিতে পারেন।

প্রবাসীদের ভোটার হওয়ার নিয়ম – UK, USA, কানাডা, ইউরােপের বিভিন্ন দেশ, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকত্ব গ্রহণকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব গ্রহণকালে পঠিতব্য শপথ বাক্যে নিজ দেশের (বাংলাদেশের) আনুগত্য প্রত্যাহারের বিষয় উল্লেখ না থাকলে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়ােজন নেই। New Voter Papers for Probashi । প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদি ২০২৪

নতুন ভোটার হওয়ার জন্য এখন অনলাইনেই আবেদন করা যায়। তাই প্রবাসীগণ রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করলে ইসি আবেদন মঞ্জুর করলে নতুন ভোটার হওয়ার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে। অনলাইন হতেই আবেদন পত্র প্রিন্ট করে তা জমা দেওয়া যাবে। এম্বাসীর মাধ্যমে প্রবাসে ভেরিফিকেশন শেষ হবে এবং জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে ব্যবহার করা যাবে। অন্যদিকে ফিজিক্যালি জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে প্রবাসেই।

দেশে ফিরে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যেতে হবে / বিদেশে বসেও ভোটার হওয়া যাবে দূতাবাসের মাধ্যমে।

কেবল মাত্র দেশে ফিরেছেন এবং ভোটার হতে চাচ্ছেন তাহলে নিচের ইমেইজটি ভাল করে পড়ে নিন যাতে ভোটার হতে জটিলতা পোহাতে না হয়।

প্রবাসীদের ভোটার হওয়ার নিয়ম ২০২২ । বিদেশ থেকে ফিরেছেন, ভোটার হতে চান?

Caption: Documents to be voter from Election Commission in Bangladesh

বিদেশ থেকে ফিরেছেন? ভোটার হতে চান? এনআইডি পেতে চান? ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদি

  • অনলাইন জন্ম সনদ;
  • শিক্ষা সনদ (যদি থাকে) ;
  • নাগরিকত্ব সনদ (কাউন্সিলর/ চেয়ারম্যান প্রদত্ত);
  • মেয়াদ সম্বলিত বৈধ পাসপোর্টের কপি;
  • অনলাইনে https://services.nidw.gov.bd পূরণকৃত ফরম;
  • আবেদনকৃত ফরম প্রিন্ট পূর্বক ৩৪ নং কলাম শনাক্তকারী (বাবা/মা/ভাই/বোন/ পরিচিত যে কারো) স্বাক্ষর ও এনআইডি নম্বর উল্লেখ করতে হবে;
  • আবেদনকৃত ফরম প্রিন্ট পূর্বক ৪১ নং কলাম যাচাইকারী (কাউন্সিলর/ চেয়ারম্যানের) এনআইডি নম্বর উল্লেখ করে স্বাক্ষর ও সিল লেপন করতে হবে;
  • ইউটিলিটি বিলের কপি ( বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ট্যাক্স রশিদের কপি);
  • পিতা, মাতা, স্বামী/স্ত্রীর NID কপি (মৃত হলে মৃত্যুর সন উল্লেখ করতে হবে) এবং
  • প্রযোজ্য ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত দ্বৈত নাগরিকত্ব সনদ।

কোন দুটি দেশের ক্ষেত্রে দৈতনাগরিকের সনদ লাগবে না?

যদি নাগরিকত্ব প্রত্যাহারের বিষয় থাকে তাহলে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়ােজন হবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ প্রয়ােজন নেই। বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশী নাগরিকগণের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত নাগরিকত্ব সনদ আবশ্যক। অনলাইনে নতুন ভােটার নিবন্ধন আবেদন করতে ভিজিট করুন: https://services.nidw.gov.bd

Voter Registration for Probashi । প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন এবং এনআইডি বিতরণ কার্যক্রম ২০২২

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *