সরকারি অফিসগুলো সাপ্তাহিক দুই দিন ছুটি ভোগ করেন কারণ বার্ষিক সরকারি ছুটির সংখ্যা ২০-২২ দিন ভোগ করতে পারে – দীর্ঘদিন যাবৎ প্রাথমিক বিদ্যালয়ে ১ দিন সাপ্তাহিক ছুটি নির্ধারিত ছিল – সরকারি প্রাইমারি স্কুলের ছুটির তালিকা ২০২৫
২ দিন সাপ্তাহিক ছুটিতে মোট ছুটি নির্ধারণ হবে?– ২০১৯ সালে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৫ দিন ছুটি ভোগ করে। গ্রীষ্মকালীন ছুটি রমজান মাসে ১৭ ও ১৬ দিন ছুটি যুক্ত থাকায় প্রাথমিক বিদ্যালয়ের ছুটি তালিকা দীর্ঘ হয়ে থাকে। ৭৫ দিনের সাথে ১দিনের সাপ্তাহিক ছুটি যোগ করলে ৭৫+৪০ (৫২ সপ্তাহে বছর হিসেবে) = ১১৫ ছুটি ভোগ করে থাকে। এর মধ্যে যদি আরও ৫২ দিন যোগ করা হয় তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির সংখ্যা দাঁড়ায় ১১৫+৫২ এ ছুটির কারণে সিলেবাস কভার করা অনেকটা চাপ হয়ে যায়। বর্তমানে সাপ্তাহিক ২দিন ছুটি থাকায় ১৬৭ দিন। ৩৬৫ দিনের মধ্যে ১৬৭ দিন ছুটিই ছুটিকালীন ধরলে পড়াশুনার জন্য বাকী থাকে ৩৬৫-১৬৭ = ১৯৮ দিন। চলতি বছর ২ দিন সাপ্তাহিক ছুটি থাকবে এবং এছাড়াও সব মিলিয়ে ৭২ দিন ছুটি থাকবে সরকারি প্রাইমারী স্কুল। Government holidays Calendar । ছুটির ক্যালেন্ডার ২০২৪
প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে আনন্দের মাধ্যমে শিক্ষা লাভের বিষয়টি অন্তর্ভুক্ত করা যায়নি। প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া শুরু হয় ক্লাস ওয়ান অথবা স্টান্ডার্ড ওয়ান থেকে। এই ক্লাসে ভর্তির আগেই শিশুদের পড়াশোনা করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যেতে হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উষ্মা প্রকাশ করে বলেছিলেন, ‘শিশুরা প্রথমে স্কুলে যাবে এবং হাসি-খেলার মধ্যে দিয়েই লেখাপড়া করবে। তারা তো আগে থেকেই পড়ে আসবে না। পড়ালেখা শিখতেই-তো সে স্কুলে যাবে’। ২০২৪ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা
পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই। তৃতীয় পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিরূপন করা হবে। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে। পরীক্ষা সংযোজন ও বিয়োজনে বিষয়টি হতে সহসাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেড়িয়ে আসতে পারছে না।
উন্নত বিশ্বের দেশ গুলোতে ২ দিন সাপ্তাহিক ছুটি থাকলেও তাদের সাপ্তাহিক ছুটি গুলোতে শিক্ষামূলক রিসোর্স অন্তর্ভুক্ত থাকায় সহজেই তারা বিনোদনের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে। আমাদের দেশে মেধা বিকাশ ও জ্ঞানার্জনের একমাত্র মাধ্যমই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। জাপানের পাবলিক স্কুলে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয়, সোমবার থেকে শুক্রবার। এমনও স্কুল আছে যেখানে শনিবার ক্লাস হয়। জুনিয়র হাই এবং হাই স্কুলে, প্রতিদিন ছয়টি ক্লাস পিরিয়ড থাকে, সাধারণত প্রতিটির জন্য ৫০ মিনিট ক্লাস হয়। Government holidays Calendar । শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা ২০২৪
উন্নত দেশগুলোতে সাপ্তাহিক ছুটি কত দিন / জাপানে বাৎসরিক ছুটির তালিকা ২০২৫
এখন ২০২৫ সালের শিক্ষা পুঞ্জিকা সংগ্রহ করুন: ডাউনলোড
পিটিআই ছুটির তালিকা ২০২৫?
৫৪ দিন ছুটি ভোগ করে থাকে – Introduction of Primary Teachers Training Institute (PTI) প্রাথমিক শিক্ষকদের দীর্ঘমেয়াদী বা বুনিয়াদী প্রশিক্ষণ সি-ইন-এড, ডিপিএড ছাড়াও স্বল্পমেয়াদি প্রশিক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সি.ইন.এড, কোর্সটি পরবর্তীকালে ১৯৯২ এবং ২০০১ সালে পরিমার্জিত হয়। পরিমার্জিত কোর্সে সক্রিয় শিখন বা কর্মকেন্দ্রিক/শিশুকেন্দ্রিক শিখনের কথা বলা হলেও শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুশীলনকালে প্রকৃতপক্ষে শিক্ষককেন্দ্রিক শিখন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হতো। তবে পর্যায়ক্রমে শিখনফলভিত্তিক পাঠ-পরিকল্পনাসহ উপকরণ ব্যবহারে গুরুত্ব দিয়ে শিখন শেখানো কাজ পরিচালনার কথা বলা হয়। এক বছর মেয়াদি সার্টিফিকেট-ইন-এডুকেশন (সি.ইন.এড.) কোর্সটি মূলত চাকুরিরত প্রশিক্ষণবিহীন সরকারি ও বেসরকারি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য পরিচালিত হয়। সফলতার সাথে এ প্রশিক্ষণ কোর্স শেষ করতে পারলে শিক্ষার্থী-শিক্ষক বাংলাদেশ সি.ইন.এড. বোর্ড থেকে একটি সার্টিফিকেট পান। সাথে সাথে উচ্চতর বেতন স্কেলও পেয়ে থাকেন।
- সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ PDF Download করুন।
- সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৩ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি PDF Download করুন
শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ০২ দিন নির্ধারণ প্রজ্ঞাপন ২০২২