অনলাইনে বয়স্ক ভাতার আবেদন – ২০২১-২২ অর্থ বছরে অতিরিক্ত কোটায় বয়স্ক ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশােধের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ, উপকারভােগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ। বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে। প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে।

অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরের বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতা প্রদান কার্যক্রম এর আওতায় সর্বাধিক দারিদ্রপ্রবণ ১৫০টি উপজেলা নির্ধারন করা হয়েছে। নির্ধারিত ১৫০ টি উপজেলায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতাপ্রাপ্তির যােগ্য ব্যক্তির নিকট হতে সমাজসেবা অধিদফতরের webbased ভাতা ব্যবস্থাপনা সিষ্টেম Managment Information Systems (MIS) এ আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন কম পাওয়ায় বয়স্কভাতা কর্মসূচিতে কিছু বরাদ্দ অবশিষ্ট রয়েছে। প্রশাসনিক মন্ত্রণালয় হতে অবশিষ্ট বরাদ্দ অনুযায়ী সংযুক্ত তালিকায় বর্ণিত ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ বিভাজনের অনুমােদন পাওয়া যায়। আগামী ১৫ মার্চ ২০২২ তারিখের মধ্যে সংযুক্ত তালিকায় উল্লেখিত ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এলাকাতে প্রয়ােজনীয় প্রচারনা ও সভা আয়ােজন করে নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার যােগ্য বয়স্ক ব্যক্তির নিকট হতে http://mis.bhata.gov.bd/onlineApplication লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে।

আগামী ২০ মার্চ ২০২২ অনলাইনে প্রাপ্ত আবেদন যাচাই করে http://mis.bhata.gov.bd তে বরাদ্দ প্রদান করা হবে। ইউনিয়ন /পৌরসভা সমূহের নামের তালিকা ২০২২

মনে রাখবেন যারা ভাতা পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না।

বয়স্ক ভাতা অনলাইন আবেদন ২০২২

ক্যাপশন: যে সকল ইউনিয়ন /পৌরসভা সমূহের নতুন আবেদন গ্রহণ করা হবে তাদের নামের তালিকা ২০২২ ডাউনলোড করুন।

বয়স্ক ভাতার ক্ষেত্রে যে সকল নির্দেশনা ও শর্ত প্রযোজ্য ২০২২

  1. ১৫ মার্চ ২০২২ তারিখের মধ্যে সংযুক্ত তালিকায় উল্লেখিত ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এলাকাতে প্রয়ােজনীয় প্রচারনা ও সভা আয়ােজন করে নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার যােগ্য বয়স্ক ব্যক্তির নিকট হতে http://mis.bhata.gov.bd/onlineApplication লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে।
  2. ২০ মার্চ ২০২২ অনলাইনে প্রাপ্ত আবেদন যাচাই করে http://mis.bhata.gov.bd তে বরাদ্দ প্রদান করা হবে।
  3. সমাজসেবা অধিদফতর হতে প্রাপ্ত বিভাজনের কোটার আলােকে ভাতাভােগীর অনলাইন আবেদনসমুহ বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী যাচাইপূর্বক বাস্তবায়ন কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমােদিত তালিকা মােতাবেক উপকারভােগীদের প্রয়ােজনীয় তথ্য MIS এ সন্নিবেশন, এন্ট্রিকৃত ডাটা ভেলিডেশন, হিসাব খােলা
  4. ১০ এপ্রিল ২০২২ এর মধ্যে পে-রােল প্রেরণ সম্পন্ন করতে হবে।
  5. উল্লেখ্য যে, নতুন উপকারভােগীগণ ০১ জুলাই ২০২২ হতে ভাতা প্রাপ্য হবেন।
  6. এমতাবস্থায়, তাঁর আওতাধীন সংশ্লিষ্ট ইউনিট অফিসসমূহকে উপযুক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরনপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরােধ করা হয়েছে।

পুরতন যারা আছে তাদেরও কি আবেদন করতে হবে?

নতুন আবেদনকারীর তথ্য এন্ট্রি করা হবে। যারা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যাদের ভাতা চলমান আছে তাদের এখন আবেদন করার প্রয়োজন নেই। যাদের আবেদন উপযুক্ত হবে এবং যাদের সিলেক্ট করা হবে তারা অর্থাৎ নতুন উপকারভােগীগণ ০১ জুলাই ২০২২ হতে ভাতা প্রাপ্য হবেন।

বয়স্ক ভাতা আবেদন Online ২০২২