বাংলাদেশ সার্ভিস রুলস এর বাহিরে সরকারি কর্মচারীদের যে বিষয়গুলো বা যে আদেশ অনুসরণ করতে হবে সে বিষয়ে বিএসআর পার্ট-১ এর বিধি ৩ এ স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। বিএসআর রুলস বিধিমালার ব্যাখ্যা প্রদানের ক্ষমতা সরকার সংরক্ষণ করেন তাই বিএসআর এর কোন বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিতে হবে। কোন ক্রমেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতমত ছাড়া অস্পষ্ট কোন বিষয়ে কার্যক্রম গ্রহণ করা যাবে না।
বিএসআর পার্ট-১, বিধি-৩। এই বিধিমালার ব্যাখ্যা প্রদানের ক্ষমতা সরকার সংরক্ষণ করেন।
নােট: (১) এই বিধিমালার যে সকল বিধির ক্ষমতা কেবল সরকারকে প্রদান করা হইয়াছে, ঐ সকল বিধির ক্ষমতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহিত পরামর্শ করিয়া প্রয়ােগ করা যাইবে না। তবে কোন কোন বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য করিতে হইবে এবং কোন কোন বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করিতে হইবে, তাহা সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করিবে।
নােট: (২) প্রয়ােগ নাই।