সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে, কর্মক্ষেত্রে এবং বিভিন্ন অনুষ্ঠানে রুচিসম্মাত পোষাক পরিধান ও আচরণ সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংস্থাপন মন্ত্রণালয়, শাখা-ডি৩, নং সম/ডি৩-২০/৮৪-১৭০ তারিখ: ২৬/৬/১৯৮৪ সালে একটি সার্কুলার জারি করে। তার অংশ বিশেষে ব্যক্তিগত আচরণ সম্পর্কে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হয়েছে।
১। নিজের খেয়াল খুশীমত কাজ না করা।
২। সংগঠনের স্বার্থে কাজ করা।
৩। টেলিফোন/ মোবাইলে আলাপ সংক্ষিপ্ত করা।
৪। একাগ্রচিত্তে কাজ করা ও মনোযোগী হওয়া।
৫। চাকুরিতে প্রবেশের পরপরই নিজ দায়িত্ব, কর্তব্য, অধিকার ও সুযোগ সুবিধা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা।
৬। পরিবার -পরিজন ও নিকট আত্মীয়দেরকে বিধি বহির্ভূত ভাবে কোন সুযোগ সুবিধা না দেয়া।
৭। অফিসে কথা-বার্তা, হাটা-চলার, বসার মধ্যে পরিশীলতা ও সংযমবোধ বজায় রাখা।
৮। যে কোন ধরণের পোস্টিংয়ে হতাশ না হয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করা।
৯। সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করা।
১০। নীতি ও সততার প্রশ্নে নির্ভয়ে কাজ করা।
- Sanchaypatro Re Invest Process 2024 । সঞ্চয়পত্রের ক্ষেত্রে অনলাইনেই পুন:বিনিয়োগ চালু করা যাবে?
- ভোটার স্থানান্তরের আবেদন ফরম ২০২৪ । নাগরিকদের ভোটার এলাকা পরিবর্তন ফি কত?
- ফুলবাড়িয়া হাসপাতাল সেবা প্রাপ্তি ২০২৪ । কর্মচারী হাসপাতালের ডাক্তার ভিজিট, ঔষধ প্রাপ্তি ও ভীড় কম?
- সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড ২০২৪ । বিনামূল্যে চিকিৎসা সেবার কার্ড পেতে তথ্য ফর্ম নিজে জমা দিতে হবে?
- Return Submission Last Date 2024 । ২০২৪-২৫ কর বছরের আয়কর রিটার্ণ সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে
১১। নিজের গুণাবলীর উৎকর্ষসাধন এবং বিকাশের জন্য সচেষ্ট থাকা।
১২। ব্যক্তিগত চাল-চলন এবং পোশাক-পরিচ্ছেদের প্রতি সজাগ দৃষ্টি রাখা।
১৩। কথায় ও কাজে মিল থাকা।
১৪। ন্যায় পরায়ন হওয়া।
১৫। সকল সময়ে প্রানবন্ত ও হাসিখুশী থাকা।
১৬। কারও উপকার পেলে কৃতজ্ঞতা প্রকাশ করা।
১৭। সকল সময়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করা।
১৮। নিজের ভুল হতে পারে এরূপ মনোভাব পোষণ করা।
১৯। নির্মল চরিত্রের অধিকারী হওয়া।
২০। ভ্রমণকালে সুরুচিশীল পোষাক পরিধান করা।
২১। নিজের সুবিধা আদায়ের জন্য চাটুকারিতা না করা।
২২। সত্যবাদী এবং স্পষ্টবাদী হওয়া।
২৩। যে কোন পরিস্থিতিতে সহনশীল হওয়া।
২৪। ব্যক্তিগত ক্ষোভকে বশীভূত করা।
সরকারি কর্মচারীদের চাকুরি জীবনের ব্যক্তিগত আচরণ যেমন হওয়া উচিত উপরোক্ত তথ্যে PDF কপি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড