আয়কর বিধিমালা ১৯৮৪ সংশোধণের মাধ্যমে ব্যক্তি করদাতার জন্য নতুন রিটার্ণ ফরম (IT-11GA2016) প্রবর্তন করা হয়েছে, যা ২০১৬-১৭ কর বছর থেকে কার্যকর হয়েছে। বিগত বছরের ধারাবাহিকতায় ২০২৩-২০২৪ কর বছরেও নতুন রিটার্ণের পাশাপাশি আগের রিটার্ণ ফরমগুলো ব্যবহার করা যাবে। অর্থাৎ ২০২২-২০২৩ আয় বছরে ব্যক্তি করদাতাগন নিম্নবর্ণিত আয়কর রিটার্ণ ফরম সমূহ ব্যবহার করতে পারবেন। Income tax Return Form download । আয়কর রিটার্ণ ফর্ম ২০২৩ সংগ্রহ করুন PDF or DOC
১। ফরম IT-11GA2016: সকল ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য।
২। ফরম IT-11GHA2020: যে সকল ব্যক্তি করদাতার আয় ও সম্পদ যথাক্রমে ৪ লক্ষ ও ৪০ লক্ষ টাকা উর্ধ্বে নয় এবং যাদের কোন মোটরগাড়ি (জীপ বা মাইক্রোবাসসহ) নেই বা সিটি কর্পোরেশন এলাকায় গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট নেই সে সকল করদাতার জন্য প্রযোজ্য।
৩। ফরম IT-11GA: সকল ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য।
৪। ফরম IT-11UMA: কেবল বেতনভোগী করদাতার জন্য প্রযোজ্য।
৫। ফরম IT-11CHA: যে সকল ব্যক্তি করদাতার ব্যবসা বা পেশাখাতে আয় রয়েছে এবং এরূপ আয়ের পরিমাণ ৩ লক্ষ টাকার বেশি নয় সে সকল করদাতার জন্য প্রযোজ্য।
Return form 2022-23 । য়কর রিটার্ন ফরম ডাউনলোড । আয়কর রিটার্ন ফরম ওয়ার্ড ফাইল । আয়কর রিটার্ন ফরম ২০২২-২০২৩ pdf
এছাড়া, আয়কর বিভাগ কর্তৃক পরিচালিত স্পট এ্যাসেসমেন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য নতুন করদাতাদের জন্য একটি ভিন্ন রিটার্ণ ফরম (IT-11GAGA) রয়েচে, যা কেবল স্পট এ্যাসেসমেন্টেই ব্যবহারযোগ্য।
আয়কর রিটার্ন ফরম doc ফরমেট সংগ্রহে রাখতে পারেন Nikosh Font : ডাউনলোড
এক পৃষ্ঠার আয়কর রিটার্ন ফরম আছে?
হ্যাঁ। আজ আমরা উদাহরণের সাহায্যে ১ পৃষ্ঠার রিটার্ণ ফরম দাখিল করা শিখবো এবং এটি কাদের জন্য প্রযোজ্য সেটিও জানবো। জনাব ফজলুর রহমানের আয়কর হিসেব করে তার রিটার্ন ফরমটি পূরণ করেছি। তার স্ত্রী সেলিনা রহমান গৃহিনী। আমরা ফজলুর রহমানের রিটার্নে দেখেছিলাম তিনি স্ত্রীকে ৩,০০,০০০/- টাকা সঞ্চয়পত্র ক্রয়ের জন্য গিফ্ট করেছেন । সেলিনা রহমানের মোট পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে, এর মধ্যে দুই লক্ষ টাকা পূর্বে কেনা ছিলো ও গত করবর্ষে স্বামীর নিকট থেকে তিন লক্ষ টাকা গিফ্ট হিসেবে নিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেছেন। আয়কর রিটার্ণ দাখিল করুন ০১ পৃষ্ঠার আয়কর রিটার্ন ফরমে!
- বিকল্প হিসাবে Editable PDF Format সংগ্রহ করতে পারেন: ডাউনলোড
আয়কর রিটার্ণ ফরম ওয়ার্ড ফাইল ডাউনলোড।
Now try