বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে- ভর্তির নিয়ম, পদ্ধতি, যোগ্যতা, ফিস ইত্যাদি দেখুন – Cadet College Admission Circular 2024
বর্তমানে দেশে কয়টি ক্যাডেট কলেজ আছে? ক্যাডেট কলেজসমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সংবিধিবন্ধ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানসমূহ লেখাপড়ার পাশাপাশি গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম (Co-curricular Activities) এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রম (Extra-curricular Activities) পরিচালনা করে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। সুদক্ষ অধ্যক্ষগণের নেতৃত্বে সামরিক অফিসারের তত্ত্বাবধানে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ (Elementary Military Training) এবং নেতৃত্বের প্রশিক্ষণ (Leadership Training) প্রদানের পাশাপাশি দক্ষ অনুষদ সদস্যগণের সার্বিক তত্ত্বাবধানে গুনগত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাডেটদের এমনভাবে গড়ে তোলা হয়, যাতে ভবিষ্যতে তারা সশস্ত্রবাহিনীসহ সমাজের সকল ক্ষেত্রে দেশে ও বিদেশে যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে। বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯ টি এবং মেয়েদের ০৩ টি সহ সর্বমোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে। সকল ক্যাডেট কলেজে ২০২৪ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ছাত্র / ছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা হয়েছে।
আবেদন করার সময়সূচি ও আবেদন লিংক? ০১ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ০৮০০ ঘটিকা থেকে ১৩ ডিসেম্বর ২০২০ তারিখ বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে www.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
লিখিত পরীক্ষায় পাশ করলেও কি অযোগ্য হতে পারে? হ্যাঁ। পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হতে পারে। নক ন (Gross Knock Knee), ফ্লাট ফুট (Flat Foot), কালার ব্লাইন্ড (Color Blind) ও অতিরিক্ত ওজন (Over Weight)। এ্যাজমা (Asthma), মৃগী (Epilepsy), হৃদরোগ (Heart Disease), বাত (Arthritis), বাতজ্বর (Rheumatic Fever), যক্ষ্মা (Tuberculosis), পুরাতন আমাশয় (Chronic Dysentery), হেপাটাইটিস (Hepatitis), ডিওডেনাল আলসার (Duodenal Ulcer), রাতকানা (Night Blindness), যেকোন প্রকার ডায়াবেটিস (Diabetes), হেমোফাইলিয়া ( Haemophilia). বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ সাপেক্ষে ভর্তি নিশ্চিত করা হয়।
ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা, নিয়ম ও পদ্ধতি ২০২৪ । ৭ম শ্রেণীতে ক্যাডেট কলেজে ভর্তি করা হয়
জাতীয়তা। প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। প্রার্থীকে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স । ০১ জানুয়ারি ২০২৪ তারিখে বয়স সর্বোচ্চ ১০ বছর ০৬ মাস হবে। উচ্চতা। ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)। সুস্থাতা। প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য হতে হবে। দৃষ্টি শক্তি।
Caption: Cadet Collect Admission Circular PDF Download
সকল প্রার্থীর জন্য অত্যাবশ্যকীয় কাগজপত্র। সকল প্রার্থীর জন্য অত্যাবশ্যকীয় কাগজপত্রের তালিকা
- প্রার্থীর প্রাথমিক শিক্ষা সমাপণী / প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী / সমমান পরীক্ষার সত্যায়িত সনদপত্র। ইংরেজী মাধ্যমে অধ্যয়নরত প্রার্থীর ক্ষেত্রে ৫ম/সমমান শ্রেণিতে উত্তীর্ণের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ।
- প্রার্থীর জন্ম নিবন্ধন / জন্ম সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
- প্রার্থীর পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।
- প্রার্থীর পিতা ও মাতা / অভিভাবক উভয়ের জাতীয় পরিচয়পত্র, টিআইএন এবং পাসপোর্ট (যদি থাকে) সত্যায়িত ফটোকপি (জাতীয় পরিচয়পত্র না থাকলে যুক্তিযুক্ত কারণ প্রদর্শনপূর্বক প্রত্যয়নপত্র)।
- প্রধান শিক্ষক কর্তৃক ৬ষ্ঠ অথবা সমমানের (যেকোনো মাধ্যম) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল এবং রোল নম্বর উল্লেখপূর্বক সনদপত্র। পরীক্ষার ফলাফল প্রকাশিত না হয়ে থাকলে প্রধান শিক্ষক কর্তৃক এই মর্মে সনদ প্রদান করতে হবে যে, ‘(নাম).. রোল নং…………… অত্র স্কুলে ৬ষ্ঠ শ্রেণি/সমমানের বার্ষিক পরীক্ষায় (বাংলা/ইংরেজী)
এবং পরীক্ষায় কৃতকার্য হবে। - অনলাইন আবেদনপত্রে Upload করা ছবির অনুরূপ ৪ পাসপোর্ট এবং ৪× স্ট্যাম্প সাইজ (রঙ্গিন) ছবি।
- সত্যায়িত ফটোকপিতে প্রত্যয়নকারীর নাম ও পদমর্যাদাসহ অফিসিয়াল সীল ব্যবহার করতে হবে।
ক্যাডেট ভর্তির আবেদনপত্র পূরণের নিয়ম কি?
ন্টারনেটের মাধ্যমে অনলাইনে সঠিকভাবে সম্পন্ন করে আবেদনপত্র পূরণ করতে হবে। এজন্য প্রথমে www.cadetcollege.army.mil.bd ওয়েবসাইটের Home Page এ ‘Admission’ Menu ক্লিক করতঃ প্রদর্শিত “Welcome to Cadet Colleges Online Admission 2024” এর স্ক্রীনে ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে অথবা https://cadetcollegeadmission.army.mil.bd এর মাধ্যমে সরাসরি “Apply Now” বাটনে ক্লিক করতে হবে। “Apply Now” বাটনে ক্লিক করলে ‘Sign Up’ মেন্যু প্রদর্শিত হবে। “Sign Up মেন্যুতে প্রার্থীর নাম, মোবাইল নাম্বার (নাম্বার এন্ট্রির পর Verify বাটনে ক্লিক করলে একটি OTP প্রেরণ করা হবে, প্রাপ্ত OTP এন্ট্রি করত ‘Verify’ সম্পন্ন করতে হবে), পাসওয়ার্ড (পরবর্তীতে ব্যবহারযোগ্য), ই-মেইল এবং সঠিক জন্ম তারিখ এন্ট্রি করতঃ ‘Sign Up বাটনে ক্লিক করতে হবে। নুন্যতম বয়সসীমার মধ্যে হলে প্রার্থী উপযুক্ত (Eligible) বিবেচিত হবে এবং ‘Sign Up’ সম্পন্ন হবে। ‘Sign Up সম্পন্ন হলে মোবাইল নম্বর এবং ই-মেইল এর মাধ্যমে User ID এবং Password প্রেরণ প্রাপ্ত হবে। User ID এবং Password প্রাপ্ত হলে ‘Log In’ বাটনে ক্লিক করে User ID এবং Password ব্যবহার করে ‘Log In করতে হবে। ‘Log In’ করার পর ‘Payment’ মেন্যু প্রদর্শিত হবে। ‘Payment’ মেন্যুতে প্রদর্শিত bKash, Trust Bank (tap), SSL Commerz (সকল প্রকার Credit/ Debit / Wallet), Nagad এবং Rocket (DBBL Nexus pay এবং সকল DBBL Payment) এর মধ্য থেকে যে কোনো একটি মাধ্যমে ২,৫০০/- (দুই হাজার পাঁচশত মাত্র) টাকা অফেরত যোগ্য সফলভাবে অনলাইন পেমেন্ট সম্পন্ন (Payment Successful) করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফরমটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে।
সম্পূর্ণ ফরমটি ০৬টি ধাপ (Step) এ বিভক্ত রয়েছে, যা প্রার্থী কর্তৃক প্রতিটি ধাপ সম্পূর্ণভাবে পুরণ করতে হবে। উক্ত ধাপসমূহের মধ্যে যে সকল Attachment আপলোড করতে হবে, তা অবশ্যই স্ব-স্ব Attachment এর সাইজ নির্দিষ্ট ফরমেট অনুযায়ী (অনলাইন ফরমে প্রদর্শিত) হতে হবে। আবেদন পত্রের ০৬টি ধাপ সঠিকভাবে সম্পন্ন করার পর “Application Preview” বাটনে ক্লিক করে সকল তথ্য সঠিকভাবে চেক করতঃ সঠিকতা সাপেক্ষে ফরমটি Final Submit দিতে হবে। ‘Final Submit এর পর প্রার্থী কর্তৃক কোন তথ্য পরিবর্তন করা সম্ভব হবে না। Final Submit এর পর Print Application Form বাটনে ক্লিক করে আবেদন ফরমটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য, স্ক্রীনে প্রদর্শিত সময়ের মধ্যে প্রার্থী কর্তৃক ফরমটি Final Submit না করলেও যদি ০৬টি ধাপের সকল তথ্যাদি সম্পূর্ণ ও সঠিক হয়, তাহলে বরাদ্দকৃত সময় অতিবাহিত হওয়ার পর ফরমটি স্বয়ংক্রিয়ভাবে Final Submit হয়ে যাবে। উল্লেখ্য, কোন প্রার্থীর তথ্য অসম্পূর্ণ থাকলে নির্দিষ্ট সময়ের পর আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হিসেবে গণ্য হবে। উল্লেখ্য, User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র প্রিন্ট/ডাউনলোড এবং প্রার্থীর আবেদন সংক্রান্ত যে কোন অনুসন্ধানের জন্য প্রয়োজন হবে বিধায় অবশ্যই তা সংরক্ষণ করতে হবে (‘Sign Up এর সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি User ID এবং প্রদত্ত পাসওয়ার্ড ই Password হিসেবে ব্যবহৃত হবে)। প্রার্থী কর্তৃক ফরমটি Final Submit করার পূর্ব সময় পর্যন্ত প্রদত্ত পাসওয়ার্ডটি যে কোন সময় Change Password বাটনে ক্লিক করে পরিবর্তন করা যাবে। তবে, Final Submit করার পরে প্রার্থী কর্তৃক কোন তথ্যই পরিবর্তন করা যাবে না বিধায় ফরম পূরণের সময় যথাযথ / নিশ্চিতভাবে ফরম পূরণ করার জন্য অনুরোধ করা হলো। যদি প্রার্থী কর্তৃক তার Password হারিয়ে ফেলে সেক্ষেত্রে প্রার্থীর নির্বাচিত পরীক্ষা কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত কলেজের ই-বুথ (E-Booth) এর সাথে যোগাযোগ করতে হবে।
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ । ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা, সূচি ও ব্যয় কত টাকা?
১০ বছর ৬ মাস বয়সে একজন শিক্ষার্থী ক্লাস সিক্স পাশ করবে- এ বিষয়টি বোধগম্য নয়।
বিষয়টি আসলেই সঠিক মনে হচ্ছে না। যেখানে ১ম শ্রেণীতে ভর্তির বয়স ন্যূনতম ৬ বছর।