ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

দৈনিক ভাতা হিসাব । ব্যয়বহুল স্থানের জন্য ডি/এ ৩০% অতিরিক্ত প্রাপ্য হইবে

সরকারি কাজে ভ্রমনের জন্য বা ট্রেনিং বা অন্যান্য যে কোন সরকারি ভ্রমনের জন্য সরকারি কর্মচারীগন কিছু নির্দিষ্ট স্থানের জন্য দৈনিক ভাতা ৩০% বর্ধিত হারে পেয়ে থাকেন। প্রতিটি বিভাগ বা জেলার জন্য এটি প্রযোজ্য নয়। নির্ধারিত ব্যয় বহুল বিভাগ, জেলার জন্য এটি প্রযোজ্য হইবে। 

 

দৈনিক ভাতা ৩০% অতিরিক্ত প্রাপ্যতা । এ সংক্রান্ত আদেশ নিচে উল্লেখ করা হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

সচিবালয় ভবন, ৩য় ফেজ

সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

স্মারক নং-সিজিএ/পদ্ধতি-১/১৭২/খন্ড-৩/ভ্রমন/৯৫৭ তারিখ: ৯/১০/২০১২ খ্রি:

সচিব

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

(দৃষ্টি আকর্ষণ: যুগ্ন সচিব, প্রবিধি অনুবিভাগ)

বিষয়: ব্যয় বহুল স্থান অর্থাৎ ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, গাজীপুর এবং সিলেট শহরের জন্য দৈনিক ভাতার হার প্রসঙ্গে।

 

০১। উপর্যুক্ত বিষয়ের প্রতি সদয় দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।

০২। অর্থ বিভাগ কর্তৃক জারীকৃত প্রজ্ঞপন নম্বর ০৭.০০.০০০০.১৭৩.৩৪.০১১.১১-২০০ তারিখ: ০২/১০/২০১১ (কপি সংযুক্ত)তে উল্লেখ রয়েছে যে, ব্যয়বহুল স্থানের অর্থাৎ ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, গাজীপুর এবং সিলেট শহরের জন্য সাধারণ হারে অতিরিক্ত ৩০% দৈনিক ভাতা প্রাপ্য। নতুন যে শহরগুলোতে দৈনিক ভাতা ৩০% অতিরিক্ত নির্ধারণ করা হয়েছে।

০৩। অন্য দিকে Fundamental Rules and Supplementary Rules এর SR56(No. 1-2) এর মর্মানুসারে ব্যয়বহুল শহরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ কর্মরত শহরে ভ্রমনের ক্ষেত্রে বর্ধিত হারের দৈনিক ভাতা প্রাপ্য নয় (কপি সংযুক্ত)। ফলে এ বিষয়ে বৈপরীত্য দেখা যাচ্ছে।

০৪। উপরোক্ত বিষয়টি পর্যালোচনান্তে এ কার্যালয় মনে করে যে, ব্যয়বহুল স্থানের অর্থাৎ ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, গাজীপুর এবং সিলেট শহরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ কর্মরত শহরে ভ্রমনের ক্ষেত্রে ও অর্থ মন্ত্রণালয়ের উপরে বর্ণিত ০২/১০/২০১১ তারিখের প্রজ্ঞাপন অনুসারে বর্ধিত হারে দৈনিক ভাতা প্রাপ্য।

০৫। এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে এই অফিসের মতামত সঠিক কিনা সে বিষয়ে সদয় সিদ্ধান্ত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

(জীবন কৃষ্ণ চৌধুরী)

অতি:হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)

 

ব্যয়বহুল স্থানের জন্য দৈনিক ভাতা ৩০% অতিরিক্ত পরিপত্র: ডাউনলোড

দৈনিক ভাতা হিসাব । ব্যয়বহুল স্থানের জন্য ডি/এ ৩০% অতিরিক্ত প্রাপ্য হইবে

নতুন যে শহরগুলোতে দৈনিক ভাতা ৩০% অতিরিক্ত নির্ধারণ করা হয়েছে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।